টপিকঃ Windows 10 এর ১০টি তথ্য জানতে চাই
আজকে Win 10 সেটাপ দিলাম। তাই এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাই।
টপিক খোলার আছে উইন্ডোজ ১০ সম্পর্কিত খবরা-খবর টপিক পড়ে নিয়েছি যাতে কোন কিছু রিপিট না হয়।
[solved]১। বাংলা ফন্ট কি ঠিক আছে নাকি পরিবর্তন করা উচিৎ। এটা কোন font তা দেখবো কি করে ?
[solved]২। পাইরেটেড Win 7 থেকে আপগ্রেড করে valid লাইসেন্স কী পেয়েছি। যদি ভবিষত্যে এই পিসিতে ফ্রেশ করে WIN 10 সেট-আপ করি তবে কি এই কী ব্যবহার করা যাবে ? বা একই কী দিয়ে কি ডুয়াল বুট করা যাবে ?
৩। cortana কে কি voice এ আদেশ দিয়ে কি হাইবার নেট বা লক স্ক্রীণ করা যাবে ? যদি যায় তাবে কি বলতে হবে ?
[solved] ৪। নতুন user account খুললে Microsoft এর email লাগছে। এখন লগ-ইন করতে পিন বা পাসওয়ার্ড লাগছে। পিন বা পাসওয়ার্ড ছাড়াই লগ-ইন করার অপশন খুজে পাচ্ছি না। একটি সাধারণ একাউন্ট রাখতে চাই যা সবাই ব্যবহার করবে।
৫। আমার মাল্টিমিডিয়া কী বোর্ডে ব্যবহার হয় না এমন কী দিয়ে আগে হাইবারনেট বা লক করতাম পাইরেটেড "হট কী কন্ট্রোল" সফটওয়ার দিয়ে। win 10 এ ফ্রী কোন apps আছে কিনা যা দিয়ে এমন কাজ করা যাবে ?
৬। কোথায় যেন পড়ে ছিলাম। ইন্সটলেশন এর সময় অরিজিন US না দিলে cortana একটিভ হয় না। এখন লোকেশন পরিবর্তন করলে কি cortana বন্ধ হয়ে যাবে?
[solved] ৭। এই লেখা লিখতে গিয়ে অভ্রে সমস্যা পেলাম।
যতটুকু বুঝলাম তাতে অভ্র দিয়ে একটা এ্যাপ্লিকেশনে বাংলা লেখার পর ঐ এ্যাপ্লিকেশন ফোকাস্ড থাকা অবস্থাতেই আবার F12 চেপে ইংরেজি মুডে না নিলে উইন্ডোজের ল্যাঙ্গুয়েজ সেটিংসে বাংলা অপশন এনাবলড-ই থেকে যায়। এরপর অন্য অ্যাপ্লিকেশনে লিখতে গেলে যামেলা করে।
ফাফাতে আমি অভ্র একটিভ করেছিলাম কিন্তু এফ১২ দিলেও ইংরেজি আর আসছে না। ভাঙ্গা চুড়া বাংলা আসছে !!
অভ্র বন্ধ করে - স্ক্রীন লক করে - লগ ইন হবার পরে eng আসলো।
[solved] ৮। Windows Defender কি এন্টি-ভাইরাস হিসেবে কাজ করে নাকি এভাস্ট দেব ?
৯। নির্দিষ্ট কোন apps যাতে কোন ধরণের ইন্টারনেট ব্যবহার না করতে পারে তার জন্য windows firewall এ গিয়ে Outbound Rules নাকি inbound Rules তে গিয়ে new rules ক্রিয়েট করবো। নাকি Outbound Rules , inbound Rules দুইটাতেই new rules ক্রিয়েট করতে হবে ?
১০। Apps store এর কিছু ভালো software সাজেশন করুন।