টপিকঃ প্রোগ্রামিং
প্রোগ্রামিং এ আগ্রহের জন্ম আউটসবুকে (www.outsbook.com) ক্লাস করার পর থেকে।প্রতি শুক্রবারে চট্টগ্রামে ফ্রি দারুন ক্লাস হত।যদিও এখন এইচএসসি পরীক্ষার কারণে সাময়িকভাবে যাওয়া হচ্ছেনা,কিন্তু তাই বলে ইচ্ছা কিন্তু দমে যায়নি।
শিখার প্রাথমিক ধাপ হিসেবে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ার কম্পিউটার প্রোগ্রামিং বইটা কিনেছি,কিছুটা চর্চাও করেছি। কিন্তু এই বিষয়ে যদি ধাপে ধাপে আরও উন্নতি করতে হয়,তাহলে আরও কিছু বইয়ের রেফারেন্স অবশ্যই দরকার।কিন্তু কোন বই পড়তে হবে,কোত্থেকে শুরু করব তা নিয়ে বেশি ধারনা নেই।মূল সমস্যা হল,বইয়ের নাম জানলেও প্রাপ্তিস্থান না জানার কারণে খোজ করে পাওয়া যায়না।এ ব্যাপারে সাহায্য আশা করছি।