টপিকঃ বিজ্ঞান
মিউওনের নিজের অর্থাৎ প্রকৃত আয়ু বিজ্ঞানীররা
জেনেছে কিভাবে,যদি আমাদের কাছে তার সময়টা
আপেক্ষিক হয়?তাহলে তো আমাদের মিউওনের প্রকৃত
আয়ু না ২.২ মাইক্রোসেকেন্ড,এইটা না জেনে
আমাদের সাপেক্ষে যে আয়ু ৬৩.৫১ মাইক্রোসেকেন্ড
এইটা জানার কথা। গুছিয়ে বলতে গেলে মূল সমস্যাটা
হল,কোনো এক কাঠামোর অধীনে থেকে কী অন্য এক
কাঠামোর তাদের সাপেক্ষে কোনো ঘটনার সময় এবং
আমাদের সাপেক্ষে,উভয়ই জানা যাবে,যদি ওই
কাঠামোর বেগ জানা থাকে??
আরেকটা প্রশ্ন,৩য় কোনো পর্যবেক্ষক এর সাপেক্ষে
এই ঘটনাগুলো কিভাবে প্রকাশ পাবে??