টপিকঃ Magic pen

একটি কলম আপনার সন্তানকে পড়াবে কারো সহযোগিতা ছাড়া
সত্যি বিষ্ময়কর ব্যাপার, যা আপনি কখনও ভাবেননি ঠিক তেমনি ... এটি হলো কিডস মাস্টার ম্যাজিক পেন। যা সিঙ্গাপুর, চীন, ও মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরী, দেখতে কলমের মত হলেও এটি একটি মিসি কম্পিউটার। মাদারবোর্ড, র‌্্যাম, প্রসেসর, মেমোরী সহ সবকিছু দিয়ে কলমের আকৃতিতে তৈরী করা হয়েছে। সাথে রয়েছে ছোট সোনামণিদের জন্য ছয় 6টি বই , 2 টি ইংলিশ , 1টি বাংলা, 1টি অংক , 1টি আরবি ও 1টি সাধারণ ঞ্জান। কলমটিতে বাংলা,ইংরেজি, আরবি, উর্দ্দু ও হিন্দিতে সঠিক ও নির্ভুল উচ্চারণে অমনোযোগী সোনামণিদের পড়াবে।
কলমটি 1বার চার্জ দিয়ে 2দিন পড়া যাবে এবং সাথে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি।

Re: Magic pen

শুধু কলমটির ব্যপারে বিস্তারিত বরণনা দিলেন, কিন্তু কলমটি কোথায় পাবো, এবং কলমটির ছবি ও কি নেই?

Re: Magic pen

কলমটির ছবি দিন, দাম কত, কোথায় পাবো?

Re: Magic pen

চিন্তা করতেছি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ড SPAM বট লিখব। তাইলে কেউ ধরতে পারবে না , কাহিনি কি হইছে smile

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।