টপিকঃ পার্টটাইম ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন
একজন ডাটাএন্ট্রি অপারেটর প্রয়োজন একটা বিশেষ প্রজেক্টে।
দিনে ২-৩ ঘন্টা সময় দিতে হবে। কাজ যেখানে খুশি বসে করলেন, কোন ধরাবাধা নিয়ম নেই। সময়ও ধরাবাধা না। সুবিধামত সময়ে বসে ২-৩ ঘন্টা কাজ করলেই হবে।
যোগ্যতা / অভিজ্ঞতা নিয়ে তেমন মাথাব্যাথা নেই। ইংরেজী পড়তে পারলে এবং টাইপ করতে পারলেই হবে। আর ইন্টারনেট এ কিছু খুজে বের করতে পারলে প্লাস।
ওহ, নিজের একটা চলনসই কম্পিউটার থাকতে হবে। নাহলে আবার প্যারা।
আমার টার্গেট মূলত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট টাইপের কাউকে নেয়া। যাতে তার উপর প্রেশারও না পরে, আবার টুকটাক করে মাসের হাত খরচটাও উঠে যায়।
সম্মানী আলোচনা সাপেক্ষে।
কেউ আগ্রহী থাকলে গোপন বার্তার এস্তেমাল করতে পারেন।
মেইল বা মেসেজে অবশ্যই আপনার নাম, বর্তমানে কি করতেছেন এবং আপনার এক্সপেক্টেশন জানাবেন প্লীজ। এগুলা ছাড়া এপ্লিকেশন প্রসেস করা একটু কষ্ট হয়ে যাচ্ছে আরকি!
কোন প্রশ্ন থাকলে এখানেই করতে পারেন, তাতে পরেরজনের আর একই প্রশ্ন রিপিট করতে হবে না।
আপডেটঃ
এত্ত রেসপন্স পাবো, আমি আসলে কল্পনাও করি নাই। সবাইকে ধন্যবাদ কষ্ট করে মেইল দেয়ার জন্য। আমি চেষ্টা করতেছি সবাইকে পার্সোনালি রিপ্লাই দিতে।
তারপরও কেউ মিস হয়ে গেলে প্লীজ মন খারাপ করবেন না। এত মেইল, ট্র্যাক রাখতে আমার খবর হয়ে যাচ্ছে!
আপাতত আর নতুন করে মেইল করার দরকার নেই। আবারও ধন্যবাদ সবাইকে।