টপিকঃ বিজ্ঞান
কোনো গ্রহের ঘূর্ণন কী ওই গ্রহে অবস্থিত মানুষের শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলবে?? ধরা যাক,'ক' ব্যক্তি পৃথিবীতে ও 'খ' ব্যক্তি বৃহস্পতিতে থাকে। পৃথিবীর বার্ষিক গতির হিসাব অনুযায়ী 'ক' এর বয়স যখন ১৮ বছর হবে,বৃহস্পতির বার্ষিক গতির হিসাব অনুযায়ী একই সময়ে 'খ' এর বয়স ১.৫২ বছর হওয়ার কথা। এক্ষেত্রে তাদের শারীরিক বৃদ্ধি কী সেই বয়স অনুপাতে হবে,নাকি সময় সমান বলে বৃদ্ধি একই হবে?? বিষয়টি জানতে চাই।