টপিকঃ মুস্তাফিজের ইয়র্কার
প্রথম ম্যাচেও দারুণ বল করেছিলেন মুস্তাফিজ। হাই স্কোরিং ম্যাচে ২৬ রানে ২ উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ম্যাচে নাইট রাইডার্সের বিপক্ষে ২৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। দল হেরেছে ৮ উইকেটে। এই ম্যাচের ১৪তম ওভারের চতুর্থ বলে মুস্তাফিজের দারুণ এক ইয়র্কারে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল বোল্ড হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। টম মুডি বলছেন, ‘মুস্তাফিজের ইয়র্কারটা ছিল অসাধারণ। সবকিছুই ঠিকঠাক মতই করেছে সে।’ মুস্তাফিজকে ওয়ার্নার আক্রমণে আনেন পঞ্চম ওভারে। দ্বিতীয়বার আসেন ১২ তম ওভারে। সেবার পরপর দুই ওভার করে মুস্তাফিজ শেষ বল হাতে নেন ১৮ তম ওভারে গিয়ে। ১৪৩ রানের সাদামাটা লক্ষ্যে মুস্তাফিজকে কি আরও আগে আক্রমণে আনা যেত না?-এমন প্রশ্নের জবাবে মুডি অবশ্য ভিন্ন পথে হাঁটলেন, ‘আমার মনে হয় না, মুস্তাফিজকে আগে আনলে কোন লাভ হত। এমন টার্গেট বাঁচানো যে কোনো বোলারের জন্য খুব কঠিন।’
- See more at: http://www.dhakatimes24.com/2016/04/17/ … yN1V4.dpuf