টপিকঃ রেডমি৩ ক্যামেরা - পথ প্রান্তরের ছবি
অনেক চিন্তাভাবনা করে প্রায় ২বছর ৪ মাস পর গরীব মোবাইলটা বাদ দিয়ে শাওমি'র রেডমি৩ নিলাম। সেইটার ক্যামেরা আগেরটার মত অত গরীব না, মধ্যবিত্ত বলা চলে । ছবিগুলো কোনোরকম এডিট ছাড়া শুধু ব্যাচ রিসাইজ করা হয়েছে।
১। শহুরে সূর্যাস্ত
২। স্কুল শেষে ঘুরাঘুরি
৩। ভোরে মাওয়া ঘাট
৪। মাওয়া ঘাটের পেছনে পদ্মা সেতুর কর্মযজ্ঞের একাংশ দৃশ্যমান
৫। পদ্মায় সূর্যোদয়
৬। ডুবিয়ে রাখা নৌকা, খোলা প্রান্তর আর অন্যরকম বাড়িঘর -- ক্লিক তো পড়বেই
৭। ইট পাথরে পিস্ট মানুষ খোলা প্রান্তর দেখে উদ্বেলিত
৮। ইট পাথরের স্তুপ যেন একেকটা ছোট টিলা
৯। পদ্মা সেতুকে ঘিরে কর্মযজ্ঞ ওপাড়ে
১০। সাবধান: চাইনিজ বানানে ইংলিশ
১১। খানা-খন্দ বানিয়ে তাতে নামতেও হয়
১২। বিরাট সব আন্ডা - এদিকে, সেদিকে, সবদিকে
১৩। ভেরি স্পেশাল রিকশা
১৪। কড়ি-বর্গার ছাদ - পুরাতন কিন্তু আরামদায়ক বাড়িঘর
১৫। ডাব গাছের ও মাথার পরে চাঁদ উঠেছে ঐ