Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
ময়লা পানিতে বাতাস দেয়া হয় কি কারণে? প্রথম স্টেপ কোনটা? ভাসমান ময়লা পরিস্কার করা নাকি বাতাস দেয়া? হিজিবিজি লাগছে সব। গত বছরের শেষের দিকে স্কয়ার ফার্মার ফ্যাক্টরীতে গিয়েছিলাম। ঐখানেও এলাহি কারবার করে ময়লা পানি শোধন করা হচ্ছে। ভেতরে ঢোকার সময় পুরো প্রসেসটা দেখবে ভেবেছিলাম, কিন্তু পরে ভুলে গেছি।
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
এই পরিশোধিত পানি কি পানযোগ্য??
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
আরও যদি "ভিডিও সহ" থাকতো নামের শেষে,
কত লোকই আসতো যেমন প্রিয় কমে ফেঁসে।
লেখাপড়া দেইখা ভাগি, দুর দিয়ে তাই হাটি,
কঠিন কঠিন প্যাচালে হিট? সোনার পাথর বাটি!
৫ ২৫-০১-২০১৫ ২০:৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (২৫-০১-২০১৫ ২০:৪৫)
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
এই সিস্টেম ব্যাবহার করে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যার পানি পরিশোধন করা গেলে মন্দ হতনা
৭ ২৬-০১-২০১৫ ০৯:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন বোরহান (২৬-০১-২০১৫ ০৯:০১)
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
কমপ্লায়েন্স মেনে চলা প্রত্যেকটা টেক্সটাইল ফ্যাক্টরিতে ইটিপি থাকতেই হবে। এটা মুলত দুই প্রকার,
১. বায়োলজিক্যাল (কোন প্রকার কেমিক্যাল ইউজ হয়না, অনলি মাইক্রো-অরগ্যানিজম)
২. ফিজিক্যাল-কেমিক্যাল।
মাঝে মাঝে আমরা পত্রিকাতে দেখি কারখানার বজ্র পরিশোধন না করে সরাসরি প্রাকৃতিক জলাধারে ফেলার জন্য অমুক কোম্পানিকে জরিমানা করা হয়েছে, সেসব কারখানাতে মূলত ইটিপি নাই অথবা থাকলেও ঠিকমত ব্যবহার করেনা।
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
অসাধারণ একটা পোষ্ট
এমন কালো পানি পরিষ্কার হয় সর্বনাশ...............
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
খুব কঠিন জিনিস,
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
ভাল একখানা টপিক। ++
Re: ভ্রমণ: লেখাপড়ার জিনিষ বাস্তবে (+গরীব ক্যামেরার ছবি)
অনেকদিন থেকে শুনে আসছি ময়লা পানি শোধন করে পরিস্কার করা যায়, আজকে তার পুরা প্রসেসটা দেখলাম। তবে বেশিরভাগ শোধন করা পানিই কিন্তু খাওয়ার অযোগ্য হয়ে থাকে।