টপিকঃ পি এইচ পি এক্সপার্ট ব্রাদাররা একটু হেল্পান
আমি পিএইচ পি এর ব্যসিক শেষ করেছি আলহামদুলিল্লাহ । এখন sql শিখছি । sql এর মোটামুটি হয়েছে । এখন আমি আমার সাইটে ডাটাবেজ থেকে তথ্য নিতে পারি । এখন OOP শিখব ভাবছি । নাকি এখন কিভাবে আগানো উচিত হবে ? আর টিটোরিয়াল সম্পর্কে জানতে চাচ্ছি। আমি একটা প্রতিষ্ঠানে অবস্য এখন শিখছি । আমার প্রায়োরিটি আগে বাঙ্গলা রিসোর্চ । না থাকলে ইংরেজী অবস্যই । আশা করি আমার সমস্যা আমি বোঝাতে সক্ষম হয়েছি ।