টপিকঃ সাবেক বিশ্বসুন্দরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
একজন মুসলমান হিসাবে এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ, যে সময়ে এক শ্রেনী ইসলামের নামে কুৎসা রটানোর কাজে সদা ব্যাস্ত সেই সময়ে এমন একজনের ইসলাম ধর্ম গ্রহন করা সত্যই সুসংবাদ, অভিনন্দন মার্কেটা কোরিনকোভা কে!
শীর্ষ নিউজ ডেস্ক: ব্রিটেনের সাবেক বিশ্বসুন্দরী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এছাড়াও তিনি নাম করা একজন ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম পরিবর্তন করে তিনি নতুন নাম রেখেছেন মরিয়ম।
চেকোসেøাভাকিয়ান বংশোদ্ভূত এই সুন্দরী ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে দুবাইয়ে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং দুবাইয়ে বসবাস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
গত তিন বছর ধরে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেন মার্কেটা। পরে দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন।
স্থানীয় আরবি ভাষার দৈনিক আল কুদস আল আরাবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সুপার মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে তার ফ্যানদের অবাক করেছেন।
তিনি ইতালিতে অনুষ্ঠিত ২০১২ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর বিশ্বজুড়ে ব্যাপক খ্যাতি পান। হলিউডের একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়েরও সুযোগ পান সাবেক এই সুন্দরী। দুবাইয়ের আলি অ্যান্ড সনস গ্রুপস অব কোম্পানিতে সেলস ম্যানেজার পদে যোগ দিয়েছেন মার্কেটা।
শীর্ষ নিউজ/এম - See more at: http://www.sheershanewsbd.com/2016/03/0 … uMmfS.dpuf