সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২৭-০২-২০১৬ ০১:৫২)

টপিকঃ বায়স পাসওয়ার্ড ইইপিরম

এতো দিন জানতাম বায়স পাসওয়ার্ড শুধু সিমোস রমে সেভ করা থাকে। সিমোস ব্যাটারি ডিস্কানেক্ট করলে পাসওয়ার্ড মুছে যায়। কিন্তু কাল জানলাম আজকাল বায়সে আরেক ক্লাসের পাসওয়ার্ড আছে যা সেভ করা হয় প্রোগ্রামেবল পারমানেন্ট রমে। বায়স ব্যাটারি খুললে সেই পাওয়ার্ড মুছে যায়না।  surprised

Lenovo T61 ল্যাপটপ।
খোড়াখুড়ি করে জানলাম, এই সিস্টেমে পাসওয়ার্ড সংরক্ষিত থাকে মা:বোর্ডের P24S08 চিপে। বেশ কয়েক সোর্সে দেখলাম দাবি করছে, বুটের সময় চিপের ৫,৬ নং পিন সটসার্কিট করে পাসওয়ার্ড বাইপাস করা যায়। ল্যানেভো মাদারবোর্ডের পেছনে এক্সেস পাওয়া... সে এক আরকে হাঙ্গামা! বেশীর ভাগ ল্যাপটপ খোলা যায় পেছন দিয়ে আর এটাকে খুলতে হয় কীবোর্ড সাইড দিয়ে! অতএব মাদার বোর্ডের পেছনে এক্সেস পেতে হলে এটাকে কমপ্লিট ডিসএসেম্বল করতে হয়! গত রাতে ঘুমিয়েইছি মাত্র চার ঘন্টা!  sleeping  যাই হোক বোর্ডে চিপটা আইডেন্টিফাই করার পর নির্দেশনা মত ট্রাই করলাম। এক বার দুবার, কুড়ি বার! কিন্তু পাসওয়ার্ড বাইপাস হয় না। sad মাঝে মধ্যে ডেটা রিড এরর পাই এই যা।

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২৭-০২-২০১৬ ২৩:৫১)

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

ভাই শেষ পর্যন্ত সফলতার জন্য অভিনন্দন thumbs_up। আপনার এই পোষ্ট এর মাধ্যমে ভাল একটা জিনিস জানতে পারলাম।

কিন্তু ভাই আপনি পারেন ও বটে। আমি হইলে তো উল্টা হইত ঠিক করার বদলে উল্টা নষ্ট কইরা ফেলতাম tongue

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

বড়ই জামেলার কাজ....

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

আমি হইলে এতোক্ষণে মাদারবোর্ডটা কয়েক টুকরায় পরিণত হইতো  isee

যাহোক, সফলতার জন্য অভিনন্দন smile

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

বিশাল এচিভমেন্ট!
যাই হোক, ল্যাপটপে কি গুরুত্বপূর্ণ কিছু ছিল? নাকি এত কষ্ট করে রিকভার করার চেষ্টা just for learning?

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম

মজার ব্যাপার হচ্ছে পাসওয়ার্ড নিয়ে কাজ করা মুভির মত সোজা না smile

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: বায়স পাসওয়ার্ড ইইপিরম