টপিকঃ বায়স পাসওয়ার্ড ইইপিরম
এতো দিন জানতাম বায়স পাসওয়ার্ড শুধু সিমোস রমে সেভ করা থাকে। সিমোস ব্যাটারি ডিস্কানেক্ট করলে পাসওয়ার্ড মুছে যায়। কিন্তু কাল জানলাম আজকাল বায়সে আরেক ক্লাসের পাসওয়ার্ড আছে যা সেভ করা হয় প্রোগ্রামেবল পারমানেন্ট রমে। বায়স ব্যাটারি খুললে সেই পাওয়ার্ড মুছে যায়না।
Lenovo T61 ল্যাপটপ।
খোড়াখুড়ি করে জানলাম, এই সিস্টেমে পাসওয়ার্ড সংরক্ষিত থাকে মা:বোর্ডের P24S08 চিপে। বেশ কয়েক সোর্সে দেখলাম দাবি করছে, বুটের সময় চিপের ৫,৬ নং পিন সটসার্কিট করে পাসওয়ার্ড বাইপাস করা যায়। ল্যানেভো মাদারবোর্ডের পেছনে এক্সেস পাওয়া... সে এক আরকে হাঙ্গামা! বেশীর ভাগ ল্যাপটপ খোলা যায় পেছন দিয়ে আর এটাকে খুলতে হয় কীবোর্ড সাইড দিয়ে! অতএব মাদার বোর্ডের পেছনে এক্সেস পেতে হলে এটাকে কমপ্লিট ডিসএসেম্বল করতে হয়! গত রাতে ঘুমিয়েইছি মাত্র চার ঘন্টা! যাই হোক বোর্ডে চিপটা আইডেন্টিফাই করার পর নির্দেশনা মত ট্রাই করলাম। এক বার দুবার, কুড়ি বার! কিন্তু পাসওয়ার্ড বাইপাস হয় না।
মাঝে মধ্যে ডেটা রিড এরর পাই এই যা।