টপিকঃ বদলে যাচ্ছে গুলশান-বারিধারা ও বনানী লেকের চিত্র

রাজধানীর গুলশান-বনানী ও বারিধারা লেকের পরিবেশ  উন্নয়ন ও লেক রক্ষায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চলতি মাস থেকে তিনটি ধাপে কাজ শুরু করেছে রাজউক কর্তৃপক্ষ। আরো প্রায় দুই হাজার সাতশ’ ৬০ কোটি টাকা বরাদ্দের জন্য অনুমোদনের অপেক্ষায় আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। শিগগির এ বরাদ্দের অনুমোদন পাওয়া যাবে, আর সবগুলো ধাপের কাজ শুরু হলে আগামী বছরের মধ্যে এই লেক তিনটি হবে হাতিরঝিলের ন্যায় দৃষ্টিনন্দন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের ইচ্ছায় গুলশান-বারিধারা ও বনানী লেকের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় রাজউক, ঢাকা ওয়াসা ও পরিবেশ অধিদফতরের সমন্বিতভাবে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে তিন ধাপে ২০ কোটি টাকা বরাদ্দ পেয়ে কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আগামী মার্চ মাসের মধ্যে দুই ধাপের জন্য আরো ৪০ কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। আর আগামী এক বছরে বছরের মধ্যেই এ লেকগুলোর পরিবেশ ব্যাপক পরিবর্তন আসবে। গুলশান-বনানী-বারিধারা লেক ওপরে ৬টি ব্রিজ ও অন্যান্য উন্নয়ন কাজে পাল্টে যাবে পুরো ঢাকার চিত্র।

সর্বশেষ সম্পাদনা করেছেন রুপকথা (০১-০৩-২০১৬ ১০:৪৮)

Re: বদলে যাচ্ছে গুলশান-বারিধারা ও বনানী লেকের চিত্র

Re: বদলে যাচ্ছে গুলশান-বারিধারা ও বনানী লেকের চিত্র

ধরলাম সবই ঠিক আছে, তবে নিত্যদিনের নানান ঝামেলার সাথে আরেকটি যে নতুন করে যুক্ত হল - যাতায়াত আর  যানজটের যে ভোগান্তি সেটা যে মহাশয়রা একবারও আমলে নিল না!!!!??? এটাকে তাদের এক বিশাল অদক্ষতার প্রমাণ বলব নাকি এক ধরনের ফাজলামি দেখানো বলব!!!!???   

যারা নিত্যদিন এই রাস্তায় যাতায়াত করে তারা জানে এরজন্য কি অসহনীয় ভোগান্তি আমাদেরকে সহ্য করতে হয়। কাজটা ভাগ ভাগ করে করলে কিন্তু এই অহেতুক কষ্ট থেকে কিছুটা হলেও রেহাই পেত। অর্থাৎ সব রাস্তা একবারে শুরু না করে কিছু কিছু রাস্তা চালু রেখেও মহান কাজটা করা যেত।