Re: ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন বৈধ ভাবে। গড় Speed 6MB/s
স্যাটেলাইট নেট এর জন্য মোট তিনটা ডিভাইস লাগবে।
১. একটা এয়ারটেল HD রিসিভার+ DVR 500GB হার্ডডিস্ক ইনক্লুড। অনলাইন স্টোর লিঙ্ক (ইন্ডিয়া)
২. একটা কোয়াক্সিয়াল টু ইথারনেট কনভার্টার। অনলাইন স্টোর লিঙ্ক (অ্যামাজন)
৩. একটা কেবল মডেম লাগবে। অনলাইন স্টোর লিঙ্ক (অ্যামাজন)।
এই ডিভাইসগুলো কোলকাতার কয়েকটা কোম্পানিতে পাবেন। একটা কোম্পানির এড্রেসঃ
এদের কাছেও খোঁজ নিতে পারেন।
আমার কোলকাতায় কোন পরিচিত লোক নাই। উপরের জি ইলেক্ট্রনিক্স এর কার্ড পেয়েছি এক বড় ভাইয়ের কাছ থেকে। ২০১৪ এর ডিসেম্বরে কোলকাতায় এই ধরণের কোম্পানিদের একটা মেলা অনুষ্ঠিত হয়েছিল। এই ভাই সেখানে গিয়েছিল ওনার কোম্পানির পক্ষ থেকে। উনি আমার এই ডিভাইসগুলো দেখে বলল ওই মেলায় এই ডিভাইসগুলোর প্রদর্শনী ছিল।
আপনাদের যদি কোলকাতায় যাতায়াত থাকে তবে এই ডিভাইসগুলো কালেক্ট করেন। টোটালি ৩টা ডিভাইস এর মূল্য ২০হাজারের মত পড়বে। আপনারা একটা কাজ করতে পারেন, একা কেনার সামর্থ্য না থাকলে কোনটা আপনি আনতে পারেন সেটা উল্লেখ করে পোস্ট করেন।
অবশ্যই কুরিয়ারে আনানোর ব্যবস্থা করবেন। ১২ তারিখের মধ্যে আনতে হবে। না হলে ভাই আমার কিছু করার থাকবে না।
কেউ যদি একাই ৩টা ডিভাইস কিনতে পারে তাহলে ভালো।
প্রশ্ন থাকলে এখানেই পোস্ট করেন। আর এই বিষয়ে আগে থেকে পি.এম করার দরকার নাই।
আর যদি কেউ না আনতে পারেন, তাহলে ওয়েট করেন। আগে টাকা জমাই, তারপর পাসপোর্ট করি। এরপর ভিসার ধাক্কা। তারপর ডিভাইস আনবো। তারপর সেটাপ। সর্বপরি ৪-৫ মাসের ধাক্কা। আর আপনারা আনাইতে পারলে দ্রুত হয়ে যাবে।