টপিকঃ মেমরি কার্ড ওপেন হয়না

বিজ্ঞ ভাইয়েরা একটু এইদিকে আসুন আমাকে একটু সাহায্য করুন। আমার মেমরি কার্ডটা মোবাইল থেকে খুলে গান ভরার জন্য লাগিয়ে মেমরি থেকে দুইটা ভিডিও কপি করতে গেলে কার্ট হয়ে চলে আসে ।কয়েকবার এমন হওয়ার পর এখন আর মেমরি ওপেন হয়না । কম্পিউটারে আইকন আসে কিন্তু ফরম্যাট চাই। আমার গুরুত্ব পূর্ণ ডাটা না হারিয়ে মেমরি ভাল হবে। বিজ্ঞ ভাইয়েরা প্লীজ সাহায্য করুন।

Re: মেমরি কার্ড ওপেন হয়না

মেমরী যদি ফরম্যাট না দিয়ে ওপেন করতে না পারেন তাহলে ফরম্যাট দিয়ে দেখেন ঠিক হয় কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে ডাটা রিকোবারী সফটয়্যার দিয়ে পেন-ড্রাইবে যা ছিলো তা ফিরে পেতে পারেন।
তবে সাবধান, ডাটা রিকোভারী কিভাবে করতে হয় সেটা না জানা থাকলে এইটা করতে যাবেন না।

Re: মেমরি কার্ড ওপেন হয়না

আসলে প্রিয় ভাইজান
ডাটা রিকোভারী করা গেলেও ১০০% ডাটা রিকোভারী এখন পর্যন্ত কেউ পারেনি ।
তবে কিছু ডাটা যেমন ছবি ,ভিডিও,অফিসিয়াল ডকুমেন্টস পাওয়া যায় বেশীর ভাগ সময় সফটওয়্যার গুলো পাওয়া যায় না।