টপিকঃ ক্যালেন্ডারের খেলা
ক্যালেন্ডারের যেকোনে একটি মাস নিন। যে কলামে ৪টি তারিখ আছে তা যোগ করে আমাকে যোগফল বলুন, তাহলেই আমি বলে দিতে পারবো কোন সংখ্যা ৪টি আপনি যোগ করেছেন। এটা বলার জন্য কোন সালের কোন মাসের ক্যালেন্ডার নিয়েছেন তা আমাকে জানানোর দরকার নেই।
ব্যাখ্যাঃ ধরি আপনার তারিখ চারটির যোগফল (৫+১২+১৯+২৬)=৬২।
আপনার প্রথম তারিখটি হবে
(যোগফল - ৪২)/৪
= (৬২ - ৪২)/৪
= ২০/৪
= ৫
আপনার ২য় তারিখটি হবে
৫+৭ = ১২
৩য় টি ১২+৭ = ১৯
৪র্থ টি ১৯+৭ = ২৬।
এবার আপনি চেষ্ঠা করে দেখুন।