টপিকঃ উইন্ডোজ ১০ সমস্যা
ভাইসকল,
আমি আমার HP Probook G1 এ কিছুদিন আগে উইন্ডোজ ১০ সেটাপ দিয়েছি এবং HP এর ওয়েবসাইট থেকে আমার ল্যাপটপের মডেলের প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড দিয়েছি। কিন্তু ল্যাপটপ sleep করলে তারপর স্ক্রীনের বামে উপরের দিকে একটা সাদা উইন্ডো আসে যেটা restart না দেয়া পর্যন্ত থেকেই যায়। কোন ভাবেই সমাধান হচ্ছে না।
একটা স্ক্রীনশট দিলাম।
কি করণীয় বা সমাধান কি , জানালে উপকৃত হবো।
অগ্রীম ধন্যবাদ।