টপিকঃ Nikosh Converter ইন্সটলেশন সমস্যা

আসসালামুয়ালাইকুম,
অনেকদিনপর ফোরামে লিখলাম, ব্যস্ততার কারণে লিখতে বসা হয় না।
Nikosh Converter 1.1 Windows 7 32Bit এ ইন্সটল হয় এবং ঠিকঠাকমতো রানও করে।
সমস্যা হল Windows 7 64Bit এ ইন্সটল হয় কিন্ত রান হয়না, রান করতে গেলে প্রোগ্রাম এর স্টার্টআপ স্ক্রিণ এসে এরর এসে বন্ধ হয়ে যায়। ওমিক্রনসফট এর ফোরামে দেখেছি কোন সমাধান পায়নি, Windows এ ডটনেট ফ্রেমোয়ার্কসহ যা যা দরকার হয় ঐ Nikosh Converter এর জন্য সবকিছুই ইন্সটল করা আছে, কেউ কি বলবেন কি করতে হবে ৬৪বিট ওসে রান করার জন্য?
ধন্যবাদ সবাইকে  smile

Re: Nikosh Converter ইন্সটলেশন সমস্যা

আমিও একই সমস্যায় ভুগছি। এর সমাধান পাওয়াটা জরুরী। যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানাবেন।

Re: Nikosh Converter ইন্সটলেশন সমস্যা

সমাধান পাই নাই!  sad

Re: Nikosh Converter ইন্সটলেশন সমস্যা

Re: Nikosh Converter ইন্সটলেশন সমস্যা

আমি সেম সমস্যাই পড়ছি ।