টপিকঃ ফিফা ১৪ খেলতে চাই
ফিফা ১৫ ডাউনলোড করলাম ৩দিন ধরে, ইন্সটল হতে সময় লাগলো প্রায় ৫ ঘন্টা(রিপ্যাক করা গেমে নাকি এরকমই সময় লাগে)। ইন্সটল করার পরে দেখি বেশ ল্যাগ করে। খেলা যাচ্ছে না। মন খারাপ।
এখন ফিফা ১৫ খেলার আশা ছেড়ে দিয়ে ১৪ খেলতে চাই। কিন্তু অনেক সার্চ করেও ১৪'র ডাউনলোড লিংক পাচ্ছি না। কারও কাছে কোন লিংক থাকলে প্লিজ শেয়ার করুন।
আমার পিসি কনফিগঃ
জানালা ১০
এএমডি ফেনোম২ এক্স২ প্রসেসর
র্যাম ৬ জিবি
গিগাবাইট জিফোর্স জিটি ৭৩০ ডিডিআর৫ ২ জিবি