টপিকঃ নতুন ফীচার সংযোজন প্রসঙ্গে
প্রজন্ম ফোরামের পরবর্তী ফীচার সংযোজনের ক্ষেত্রে ফোরামের সকল সদস্যদের থেকে মতামত প্রদানে আহবান জানানো হচ্ছে।
প্রজন্ম পরিবারের একজন সদস্য হিসেবে, আপনার কোন ফীচার দরকার, এবং আপনার চোখে কেন ফীচারটি গুরুত্বপূর্ন সেটি সংক্ষেপে উল্লেখ করুন। ফীচারটি গ্রহনযোগ্য হলে সেটি মূল পোষ্টে আপডেট করে যোগ করা হবে।
√ ড্রাফট ফীচার।
√ ইউটিউব https বাগ ফিক্স
√ নোটিফিকেশন ( টপিক / পোষ্ট / পোষ্টে আপনার নিক মেনশন করা হলে)
√ রেসপনসিভ থীম (নিশ্চয়তা নেই, সেক্ষেত্রে পুরো ইঞ্জিন আপডেট করতে হবে, সম্ভাব্যতা বিবেচনা করে দেখা হবে)
............................................
x ইউজার ব্লকিং
x
(টপিকটিতে অপ্রয়োজনীয় পোষ্ট এবং অফটপিক পোষ্টের ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে )