mizvibappa লিখেছেন:মেহেদী৮৩ লিখেছেন:Asus Zeonfone 2
আসুসের দিকে না যাওয়ার জন্যই বলবো।কারণ এর হার্ডওয়্যার এবং বিল্ড সবই ভালো করেছে। কিন্তু ব্যাটারী ব্যাকাপ সন্তোষজনক নয়। বিশেষ করে ললিপপে 
মেহেদী৮৩ লিখেছেন:mizvibappa লিখেছেন:আসুসের দিকে না যাওয়ার জন্যই বলবো।
কম বাজেটে আপনি পারফর্মেন্স, ব্যাটারী, হার্ডওয়্যার ৩টাই ভাল চাইবেন তাইলে কোম্পানীগুলা ফ্লাগশীপ সেল করবে কি করে ? একটা না একটা তো ফ্ল থাকবেই।
যেনফোন ২ তো মার্কেটে এইটা তো ১৮ হাজার টাকা চাইলো
আর কাজিন zenfone 5 কিনলো ১২০০০ টাকা।যেনফোন ৫ সব দারুন, কিন্তু আমার যেটা মেইন ইস্যু সেই ক্যামেরা ভালো লাগে নাই (ভিডিওতে)। এছাড়া এত্তো সুন্দর মোবাইল এবং এত্তো হ্যান্ডি, জোশ।
মেহেদী৮৩ লিখেছেন:১০ বাজেটে ১০৮০পি ভিডিও কোয়ালিটি এবং শ্যুট করার মত কোয়ালিটি চাইলে তো মনে হয় না সেটা সহজে সম্ভব, সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ট্রাই করা বেটার।
এনিওয়ে, কিলার চয়েজ হতে পারে নীচের ৩টা।
a) Redmi 1s (এখনো পাওয়া যায় কিনা জানিনা)
b) Asus Zeonfone 2 (১২ বা এরকম কিংবা আরেকটু কম হওয়ার কথা)
c) Redmi Note 2 ( ১৫ এর মত, লো বাজেটে কিলার একটা ফোন এবং খুব সম্ভবত রেকর্ডধারী ফোন, রিলিজ হওয়ার পর মোটামুটি হটকেকের মত সেল হয়েছে)
ইউজ, ফীচার, ব্যাটারী, ক্যামেরা কোন দিক দিয়েই এইটা সাধারন কোন ফোন না, প্রায় প্রিমিয়াম স্পেক। এইটার সিপিইউ সম্ভভত Helio X10 যেইটা কিনা HTC M9 এ ইউজ করেছে।
তবে এইসব ক্ষেত্রে স্ট্যাবিলাইজেন ম্যাটার করে। মটো এক্স অসাধারন ডিজিটাল স্ট্যাবিলিজাইশেন দিতে পারে এমনকি OIS ওয়ালা ডিভাইসের থেকেও বেটার দেয় কখনো। মটো জি তে সেই জিনিস আছে কিনা জানিনা অবশ্য।
জোশ জিনিশ মেহেদী ভাই
রেডমি নোট ২ এর কনফিগারেশন এবং নেটে এটার ভিডিও সেম্পল দেখে বুঝলাম, আমার এই জিনিশটাই আসলে দরকার
তবে প্রাইজটা অনেক বেশি হচ্ছে। এমনিতেই তো প্রতিদিন অল্প অল্প করে বাজেট বাড়তেছে
তবে এই ব্র্যান্ডটা আমার মারাত্মক পছন্দ হইলো। মনে হচ্ছে, আমি যেসব সিম্ফোনী, ওয়াল্টনের কথা ভাবছি তার তুলনায় হাজারো গুণ বেটার হবে।
তবে দেখার সময় রেডমি ২ পেলাম। আমার বাজেটে হচ্ছে এবং যা যা চাই সবই আছে। ১ জিবি র্যাম ভার্সন বাংলাদেশে ৯৫০০ টাকা আর ২ জিবি প্রাইম (এইটা ইন্টারন্যাশনাল ভার্সন না, ইন্ডিয়াতে, সিঙ্গাপুরে আর মালয়শিয়াতে আছে, বুঝলাম না কাহিনী
) এর দাম ১৪৯৯৯ টাকা। যদিও সরাসরি ইন্ডিয়া থেকে যদি আনাই তাহলে বাংলাদেশি টাকায় সেটা ৮৩০০ টাকা হচ্ছে।
তবে নোট ২ আসলেই জোশ। এবং ভিডিও কোয়ালিটি সম্ভবত রেডমি ২ এর থেকে অনেক বেটার। রেডমি ২ এর ভিডিও তে অটো এক্সপোজার জনিত কিছু আজগুবি ঝামেলা দেখলাম নেটে। পারসোনালি দোকানে নিজের হাতে নিলে ব্যাপারটা নিশ্চিত হতে পারব যে কতোটা জটিলতা সেটা তৈরী করবে।
রেডমি নোট ২ বনাম রেডমি নোট ২ প্রাইম (ইন্ডিয়া, মালয়শিয়া এবং সিঙ্গাপুরে পাওয়া যায় এই ভার্সন)
বাংলাদেশে নোট ২ শাওমির ফেসবুক পেইজে ১৫ হাজার টাকা আর ইন্ডিয়া থেকে নোট প্রাইম আনালে কিছু কমে পেতে পারি। বাংলাদেশে কি সত্যিকারের ওয়ারেন্ট দেয় ?
আমি মোবাইলে ক্ল্যাশ অফ ক্ল্যানস, সুডুকু ছাড়া আর কোন গেইম খেলি না (হয়তো বাস জ্যামে থাকলে আলাদা কথা), হোয়াটসএপ, ভাইবার চ্যাটিং করা ছাড়া আর কোন ইন্টারনেট ভিত্তিক কাজ করি বলে মনে হয় না। দিন শেষে আমি যেখানেই যাই ছবি তুলি, ভিডিও করি। এবং রাত্রিরে আবার মুছেও ফেলি সব যায়গা বাঁচাতে 
আরেকটা ব্যাপার হচ্ছে, আমার সবসময় হাই এন্ড ভিডিও নিয়ে কাজ করতে করতে এবং প্রফেশনাল ফিল্ডে সব রিচ জিনিশপত্র থাকাতে আমার আসলে যা দরকার তা কখনোই মোবাইল ফোন সন্তুষ্ট করতে পারবে না। যতো দামী মোবাইলই দেখি শেষ পর্যন্ত একটা খুঁত থাকবেই। যেহুতু আমার প্রধান টার্গেট ভিডিও ক্যামেরা সেহুতু সেটা মোটামুটি ভালো হলেই এনাফ। আমি বুঝতে পারছি যে, আমার মস্তিষ্ক বিভ্রান্ত হচ্ছে এবং আমার চাহিদা কোনভাবেই কমছে না কিন্তু বাজেট ঠিকই কম।
█ নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন