টপিকঃ জানালা ১০ ড্র্যাগ ড্রপ প্রবলেমের সমাধান
ফোরামের মেহেদী ৮৩ ভাইয়ের মতে মাইক্রোসফটের উচিত আমাকে বাগ টেস্টার হিসেবে নিয়োগ দেয়া তো যা হোক, প্রথম থেকেই একটা অদ্ভুত সমস্যা আমাকে মাঝে মাঝে বিব্রত করে ফেলতো। জানালা ১০ এ আমি ড্র্যাগ এন্ড ড্রপ কাজ করাতে পারতাম না, লগ আউট করে আবার লগিন করলেই সমাধান হয়ে যেত যদিও।
অনেক গবেষণা করেও যখন সমস্যার সমাধান পাই নাই এবং প্রায় বছর পেরিয়ে গেলে আরো অনেকেই এই সমস্যার সম্মুক্ষিন হয় প্লাস জানালার সাইট থেকেও কোন সমাধান পাওয়া যাচ্ছিল না তখন একটা ব্লগে একজনের আইডিয়াতে সমস্যার সমাধান হলো সাময়িক ভাবে
Mabel Pines
Right- click on the icon, hold, press escape key while holding right click. Try it now
সিরিয়াসলি কাজ হয়েছে
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন