১ ০২-১১-২০১৫ ১১:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন রুপকথা (০৫-১২-২০১৫ ১১:৩৬)
Re: বিপিএল ২০১৫ নিয়ে আলাপ আলোচনা
বিপিএল ২০১৫ নিয়ে কারো কোন আগ্রহই দেখছি না?
Re: বিপিএল ২০১৫ নিয়ে আলাপ আলোচনা
যেরকম লো-স্কোরিং ম্যাচের ম্যারাথন দিয়ে বিপিএল শুরু হয়েছিলো, তাতে পাবলিকের আগ্রহ কম হওয়ারই কথা। আর প্রজন্ম ফোরামে ইউজার হাতে গোনা কয়েকজন। মনে করেন দশজনের মধ্যে একজনের কমেন্ট পাইলেই মনেহয় ধেই ধেই করে নাচি
Re: বিপিএল ২০১৫ নিয়ে আলাপ আলোচনা
এইবার দুরন্ত রাজশাহী নাই
তাই খেলা দেখার কোন মজা নাই
Re: বিপিএল ২০১৫ নিয়ে আলাপ আলোচনা
চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়েছে।
আজকে শুধু কুমিল্লার ব্যাটিং করার সময় শেষ পাঁচ ওভার দেখলাম। লাইভ খেলাতে এতো বিজ্ঞাপন দেখায় কিভাবে ?? মনে হচ্ছিল খেলা খেলা আগেই শেষ এখন রেকর্ড প্লে করছে !!