টপিকঃ সাম্প্রদায়িকতা
সাম্প্রদায়িকতার ঝড় আশে ।দেখতে না দেখেতে সারা পৃথিবী ছেয়ে যায়
সাম্প্রদায়িকতার অন্ধকারে,এর তীব্রতাই মানুষ গুলো মোরে , থরথর করে কাঁপে মানুষের অন্তর ।
যে সময়ে সাম্প্রদায়িকতার দৈত্ত্য গুলো ঘুরে বেড়ায় সেই ঝড়ের সময় শেষের পথে ।
অনেক হোল তহ ,আমি বলি এবার থামুক , কারন আমি জানি ,আর সময় দেওয়া যাবে না কারন ওধারে যে অসাম্প্রদায়িকতা আলো এগিয়ে আসছে ।নির্মল পবিত্র হবে যে তার আলো ।
অসাম্প্রদায়িকতার দুনিয়ায় সাম্প্রদায়িকতার নীল আভা যে ভয়াবহতার দিকে নিয়ে যায়, সে সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে আমি আশ্রয় চাই।আমি বাঁচতে চাই অন্যায় থেকে ,সাম্প্রদায়িকতার মায়া জাল থেকে , আর যত দুর্বলতা থেকে , রহম কর আমায় ।