টপিকঃ কমিক্স ফ্যানদের আড্ডা!
দুঃখের বিষয় যে ফোরামে কমিক্স রিলেটেড কোন আলাদা উপবিভাগ নেই। তাই এই টপিকের অবতারণা। এখানে কমিক্স সংক্রান্ত যেকোন কিছু নিয়ে আলোচনা করা যাবে। কমিকবুক, মুভি, টিভি সিরিজ সহ যেকোন কিছু। তাই বুঝতেই পারছেন এই টপিকের স্কোপ অনেক বিশাল অবশ্য এখনকার সময়ে সুপারহিরোদের দাপটে অনেকেই কমিক্স মানেই শুধু সুপারহিরো বোঝে। ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না
এই টপিকে পোস্ট করার জন্য কিছু নিয়ম মেনে চললে মনে হয় ভালো হবে। অবশ্যই ফোরামের সকল নিয়ম এই টপিকের জন্যেও প্রযোজ্য হবে তবে কিছু বাড়তি নিয়ম মেনে চলার অনুরোধ থাকবে।
১. আপনি মার্ভেল ফ্যান হন আর ও ডিসি ফ্যান হন কাওকে ব্যাক্তিগতভাবে বা কোন ক্যারেক্টারকে ছোট করা যাবে না।
২. স্পয়লার না দিলেই বেটার! স্পয়লারসহ আলোচনার জন্য আলাদা টপিক খোলা যেতে পারে। একান্তই যদি দিতে হয় তবে সাদা কালিতে দেয়া যেতে পারে।
৩. কমিক্স ফ্যানরা সাধারণত একটু গীক টাইপের হয়। সো ট্রাই টু গেট ইয়োর ফ্যাক্টস রাইট এজ মাচ এজ পসিবল
টপিকে বেশি লিখতে ইচ্ছে করছে না। আরো কিছু বর্ণনা/নিয়ম যোগ করার দরকার মনে করলে আপনার সাজেশন কমেন্টে জানাতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণ কাম্য। ধন্যবাদ ।