টপিকঃ কমিক্স ফ্যানদের আড্ডা!

দুঃখের বিষয় যে ফোরামে কমিক্স রিলেটেড কোন আলাদা উপবিভাগ নেই। তাই এই টপিকের অবতারণা। এখানে কমিক্স সংক্রান্ত যেকোন কিছু নিয়ে আলোচনা করা যাবে। কমিকবুক, মুভি, টিভি সিরিজ সহ যেকোন কিছু। তাই বুঝতেই পারছেন এই টপিকের স্কোপ অনেক বিশাল dream অবশ্য এখনকার সময়ে সুপারহিরোদের দাপটে অনেকেই কমিক্স মানেই শুধু সুপারহিরো বোঝে। ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না smile

এই টপিকে পোস্ট করার জন্য কিছু নিয়ম মেনে চললে মনে হয় ভালো হবে। অবশ্যই ফোরামের সকল নিয়ম এই টপিকের জন্যেও প্রযোজ্য হবে তবে কিছু বাড়তি নিয়ম মেনে চলার অনুরোধ থাকবে।

১. আপনি মার্ভেল ফ্যান হন আর ও ডিসি ফ্যান হন কাওকে ব্যাক্তিগতভাবে বা কোন ক্যারেক্টারকে ছোট করা যাবে না।
২. স্পয়লার না দিলেই বেটার! স্পয়লারসহ আলোচনার জন্য আলাদা টপিক খোলা যেতে পারে। একান্তই যদি দিতে হয় তবে সাদা কালিতে দেয়া যেতে পারে।
৩. কমিক্স ফ্যানরা সাধারণত একটু গীক টাইপের হয়। সো ট্রাই টু গেট ইয়োর ফ্যাক্টস রাইট এজ মাচ এজ পসিবল tongue

টপিকে বেশি লিখতে ইচ্ছে করছে না। আরো কিছু বর্ণনা/নিয়ম যোগ করার দরকার মনে করলে আপনার সাজেশন কমেন্টে জানাতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণ কাম্য। ধন্যবাদ smile

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

কমিকস আবার কোনগুলারে কয়?  sad

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০১-১২-২০১৫ ১৬:১৩)

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (০১-১২-২০১৫ ১৬:১২)

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

ফোরামে তাহলে একজন কমিকস ফ্যান পাওয়া গেল big_smile

আমি সম্ভবত আমার জীবনটাকেই কমিকসের জন্য উৎসর্গ করে দিতে পারব... যাহোক টপিকে পরে কথা বলব বিস্তারিত  thumbs_up

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

এসব বাচ্চারা পড়ে
তবে আমারও মাঝে মাঝে মজা লাগে smile

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

আমিও কমিকসের ফ্যান। ছোটকালে প্রচুর পড়তাম। এখন সময় পেলে ছোটদের কমিকসগুলো লুকিয়ে লুকিয়ে পড়ি। blushing
নন্টে-ফন্টে, চাচা চৌধুরী, ফ্যান্টম এগুলো একসময় রেগুলার পড়তাম। big_smile
এখন অবশ্য সুযোগ পেলে ইউটিউবে নন্টে-ফন্টে, ডানপিটে খাঁদু এসব দেখি।

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

আমি কোন সুপারহিরো কমিক্স পড়ি নাই cry ছোটবেলায় পড়তাম চাচাচৌধুরী, ফ্যান্টম, নন্টে-ফন্টে। প্রিয় ক্যারেক্টার ছিলো কেল্টুদা big_smile আর পরের দিকে পড়েছি টিনটিন আর আর্চি। এগুলো অবশ্য বাংলা পাই নাই। দামও বেশি ছিলো। এর মধ্যে জাগ-হেড এর আলাদা কমিক্স সিরিজ ছিলো। আর্চির চাইতে জাগ-হেডই আমাকে বেশি টানতো।

রাবনে বানাদি ভুড়ি :-(

১০

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

১১

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

চাচা চৌধুরী ও রাকা সিরিজের শেষ বই কোনটি ছিল ? স্কুলে থাকতে এই সিরিজের অনেক গুলো বই পড়েছি কিন্তু শেষ পর্যন্ত "রাকা"র কি হয়ে ছিল তা আজও জানি না  sad

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১২

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

সদস্য ভাইয়ের কথায় মনে হলো। আমিও ইত্তেফাকে টারজান পড়তাম। তবে মেজাজ খারাপ লাগতো। কারণ বেশিরভাগ সময় মাত্র তিনটা সিন দিতো। মন ভরতো না। আরেকটা ব্যাপার ছিলো যে, বাসায় পেপার রাখতো না। এই টারজান পড়ার জন্যে প্রতিদিন বিকেল বেলা পেপারস্ট্যান্ডে দৌড়াতাম  smile এখন সেই টান নেই। মুজতবা আলীর পাঠকের মৃত্যু মনেহয় এটাকেই বলে  sad

রাবনে বানাদি ভুড়ি :-(

১৩

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

স্কুলে ভর্তির সময় আমি সমস্ত বইপত্র ছিড়ে একাকার করে ফেলতাম। এই যখন অবস্থা কোন একদিন আমার পাশের বাসার এক আপুকে দেখছিলাম চাচা চৌধুরীর একটা কমিকস পড়ছিল। জানালা দিয়ে দেখে বইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এবং বাসাতে জানাতেই আব্বু পরেরদিনই দুইটা কমিকস কিনে আনেন। ডায়নামাইট সিরিজের "অঙ্গার" এবং "অপারেশন ব্লাড" তখন আমি বানান করে পড়তে পারতাম না। আব্বুই পড়ে শোনাল এবং আমি ছবি দেখলাম। আমার আগ্রহ দেখে পরের দিন আব্বু বিশাল এক বাক্স ভর্তি কমিকস কিনে আনলেন। এত্তোগুলো কমিকস আমি আর কখনোই একসাথেও দেখি নাই  hug

সেই থেকে শুরু... কমিকস আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ হিসেবে বিবেচিত হয়েছে smile যদিও ২০০৭ এর পর থেকে কমিকস বা কোন গল্পের বই আমার কেনা হয়নি এই বছরের শেষ দিক পর্যন্ত। একটা ব্যাক্তিগত ক্ষোভ ছিল। এছাড়া সেই ২০০৭ পর্যন্ত আমার জীবনের অন্তত ৭০% টাকা কমিকস আর গল্পের বই কেনার পিছনের খরচ হয়েছে। ২০১০ থেকে কম্পিউটারের পিছনে খরচ হয়েছে  hehe

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন Gypsy Saleh (০১-১২-২০১৫ ২৩:১২)

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

ছোটবেলা থেকে অগনিত কমিক্স পড়েছি।  নাম বললে শেষ হবে না।  যতদূর মনে পড়ে বেশ কিছু বাইবেল ভিত্তিক কমিক্স পড়েছিলাম 'মোসেস/মোজেস' নামে। এছাড়াও অ্যাসটেরিক্স খুব ভালো লাগত।  এখন স্থিরের থেকে চলমান বেশি ভালো লাগে। ছোটবেলায় কমিক্স অদল-বদলের মজাই ছিল অন্যরকম।

hard to hate but tough to love

১৫

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

ছোটবেলায় অন্য সবার মতই বাংলা কমিকস পড়েছি। তখন বই-কমিক্স যা পেতাম তাই পড়তাম। সেসব আরেক ইতিহাস। সেগুলো নিয়েই কয়েকটা টপিক করা যাবে blushing
এরপর কিছুটা বড় হয়ে ডিসি আর মার্ভেলের কমিকস পড়া শুরু করেছি tongue। btw, মার্ভেলের কিছু সুপারহিরোকে ভালো লাগে বাট আমি হলাম গিয়ে হার্ডকোর ডিসি ফ্যান cool

১৬

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

সেইম...। মারভেলের সুপারহিরোগুলোকে ভালো লাগে তবে আমিও ডিসি ফ্যান  thumbs_up

১৭

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

বিল্লু, পিংকি, চাচা চৌধুরী, নন্টে-ফন্টে, উন্মাদ, বাটুল দ্যা গ্রেট,  বীরবল, গোপাল ভাড়, বেসিক আলি,

ফ্যন্টাস্টিক ফোর, আ্যস্টেরিক্স, আর্চিস, পিনাট,  টিনটিন, টিম টাইটার্ন, সুপার ম্যান, ফ্যান্টোম, ফায়ারস্টম, হি-ম্যান, জি-আই জো, আইরোন ম্যান, হাল্ক, এক্স-ম্যান, জাস্টিক লিগ, ক্যপ্টেইন অ্যামেরিকা, থওর, পোপাই, ব্যাটম্যান, ডেয়ার ডেভিল, ফ্লিক্স দ্য ক্যাট, ফ্যান্সিস, চার্লি চ্যাপ্লিন, স্টার ওয়ার্স,  ডবি গ্রিল,  এক্সশন কমিক


বাবপের কম কমিক তো পড়ি নাই দেখি।   আড় কিছু আছে নাম মনে আস্তেছে না!!

১৮

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

আগামীকাল  Batman v Superman: Dawn of Justice এর দ্বিতীয় ট্রেইলার রিলিজ পাবে dream

১৯

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!

চমৎকার টপিক! thumbs_up

ডিসি কমিক্সের ফ্যান! cool

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: কমিক্স ফ্যানদের আড্ডা!