Re: **Couple **
তুমি এঁকেছ ? অনেক সুন্দর হইছে
Re: **Couple **
বাহ, খুব চমৎকার তো
এটা কি এডিটে আরো শার্প করা হয়েছে ?
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন
Re: **Couple **
অসম্ভব সুন্দর হয়েছে ছবিটা দাদা।
Re: **Couple **
দারুণ এঁকেছেন , তবে ছবিটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যেটা আমি কমেন্টে জিজ্ঞেস করতে পারছিনা
।
Re: **Couple **
তুমি এঁকেছ ? অনেক সুন্দর হইছে
হুম ! থেঙ্কু
দারুণ এঁকেছেন
, তবে ছবিটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যেটা আমি কমেন্টে জিজ্ঞেস করতে পারছিনা
।
গোবা আছে না
আর সবার জন্য অনেক অনেক ধনাপাতা , পুদিনা পাতা , লেটুস পাতা
Re: **Couple **
ওয়াও, বেশ এঁকেছ তো, রমা! তা ইয়ে ছেলেটির বাম হাতখানা কোথায় কী করচে, সেটি বড্ড জানতে ইচ্ছে হচ্চে।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: **Couple **
সুন্দর হয়েছে। বলপয়েন্টে আঁকা?
Re: **Couple **
ওয়াও, বেশ এঁকেছ তো, রমা! তা ইয়ে ছেলেটির বাম হাতখানা কোথায় কী করচে, সেটি বড্ড জানতে ইচ্ছে হচ্চে।
![]()
অভিজ্ঞতা
বাই দ্যা ওয়ে, অনেক গবেষনা করে আঙ্গুল খুঁজে পেয়েছি
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন
Re: **Couple **
ওয়াও, বেশ এঁকেছ তো, রমা! তা ইয়ে ছেলেটির বাম হাতখানা কোথায় কী করচে, সেটি বড্ড জানতে ইচ্ছে হচ্চে।
![]()
ওহ্ আপনি দেখি জিজ্ঞেস করেই ফেলেছেন, আমি আবার সরাসরি জিজ্ঞেস করতে একটু সংকোচ বোধ করছিলাম ।
......
তিতাস লিখেছেন:দারুণ এঁকেছেন
, তবে ছবিটা দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যেটা আমি কমেন্টে জিজ্ঞেস করতে পারছিনা
।
গোবা আছে না
...
Re: **Couple **
আহ্, ডারটি মাইণ্ড তো... কত্ত কী ভেবে বসেছিলুম! রাসেল বলাতে আংগুল দেখলাম এখন। ইয়ে তিতাস, জিজ্ঞেস করেই ফেলেন যা জানতে ইচ্ছে হয়। বেকায়দা হলে ছেঁটে দেবার লোক আছে এই যেমন, ইলিয়াস ভাই, কংকাল মেহেদী।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: **Couple **
বেকায়দা হলে ছেঁটে দেবার লোক আছে এই যেমন, ইলিয়াস ভাই, কংকাল মেহেদী।
আর আপনি ? হেফাজতে প্রজন্মের বুঝি সব দায় শেষ ?
১৪ ৩০-১১-২০১৫ ১৬:৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (৩০-১১-২০১৫ ১৬:৩৮)
Re: **Couple **
ওয়াও, বেশ এঁকেছ তো, রমা! তা ইয়ে ছেলেটির বাম হাতখানা কোথায় কী করচে, সেটি বড্ড জানতে ইচ্ছে হচ্চে।
![]()
থেঙ্কু , ইয়ে একটু রহস্য আরকি
আর সবাইকে ধন্যবাদ ।।
Re: **Couple **
রমা দা কি তাহলে অতি শীঘ্রই বিবাহ সম্পন্ন করছেন নাকি
ফোরামবাসী নেমতন্ন আসিতেছে