টপিকঃ একখানা হোস্টিং+ডোমেইনের কেনার জন্য পরামর্শ চাই
একখানা ডোমেইন+হোস্টিং কেনার খায়েশ জাগছে অনেকদিন পর। বলে রাখি, আমার এসব বিষয়ে বুঝি খুবই কম। খুব সিরিয়াস কিছু না, এমনি একটা আজাইরা সাইট বানাবো। ম্পেস মিনিমাম ৫০০/১০০০ এমবি, Bandwith মিনিমাম ১০ জিবি (মাসে), MySQL - FTP, কিছু সাব ডোমেইন+ অন্যান্য। সার্ভারের আপটাইম ভাল হওয়া প্রয়োজন, সার্ভরের গতি হতে হবে সুপারম্যানের মত যেহেতু তেমন কিছুেই বুঝিনা, তাই সমস্যা হইবা মাত্র হেল্পের জন্য সদা প্রস্তুত থাকিতে হইবে। ফোরামের টেকি ভাই-বেরাদারদের কাছ থেকে কিছু পরামর্শ+রেকমেন্ডেশন কামনা করছি, জানি অনেকের এই ব্যবসা আছে।
সবচেয়ে বড়কথা, “গরিব মানুষ। যত কম খরচে হয়, ততই মঙ্গল। তবে দামের ভয়ে নুন-ভাত খাওয়ার পক্ষপাতি নই”
*বিভাগ ঠিক হল কিনা বুঝতেছিনা