Re: কমোডনামা-২
খেয়াল রাখবেন যে জাপানেরগুলো ১১০ ভোল্টে চলে। এখানে ২২০ ভোল্ট।
সরাসরি ২২০ ভোল্টের পাইলে তো ভাল, নাহলে একটা ছোট স্টেপ আপ ট্রান্সফরমার / অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এখানে।
আপনি সম্ভবত: স্টেপডাউন ট্রান্সফর্মারের কথা বলতে চেয়েছেন। স্টেপ-আপ ট্রান্সফর্মারের কাজ ঠিক উল্টো - এটার প্রাইমারী ভোল্টেজের চাইতে সেকেন্ডারী ভোল্টেজ বেশি হয়, অর্থাৎ, ১০০-১১০ ভোল্টেজ পাওয়ারসাপ্লাইয়ে ২২০-২৪০ ভোল্টের মেশিনারী চালাতে চাইলে স্টেপআপ দরকার।
যাকগে, স্টেপডাউন ভোল্টেজ ট্রান্সফর্মার ছাড়াও আরেকটি চমৎকার (এবং পার্মানেন্ট) সমাধান আছে। আমার ইউনিভার্সিটির এক বড় ভাই ঢাকায় ফ্ল্যাট কিনেছিলেন (তিনি অবশ্য এখনো জাপানেই থাকেন)। তাঁর ফ্ল্যাটের বেশ কিছু প্লাগ-পয়েন্ট ইলেক্ট্রিশিয়ান দিয়ে ১১০ ভোল্টে করিয়ে নিয়েছিলেন - চমৎকার কাজ দেয় (অন্তত: ট্রান্সফর্মারের চাইতে ভালো - বাজারে যেসব চাইনীজ ট্রান্সফর্মার পাওয়া যায় সেগুলো বেশিদিন টেকেনা - কয়েল অতিরিক্ত গরম হয়ে ডিভাইসের ভেতরের কলকব্জা গলে যায়)
বিদেটা বেশ কৌতুহল উদ্দীপক! তবে মনে হচ্ছে না এতে পশ্চাদ্দেশে লেগে থাকা আবর্জনা পুরোপুরি ধুয়ে যাবে!
ব্যবহার করিনি; করলে হয়তো বুঝতে পারতাম। অবশেষে শামীম ভাই কে ধন্যবাদ বিষয়গুলি জানানোর জন্য
বিদে আসলেই চমৎকার টেকনোলজী - এবং এটা পুরো আবর্জনাই ধুয়ে পরিষ্কার করতে সক্ষম (এক্ষেত্রে ব্যবহারকারীকে নড়াচড়া করে একটু "ওশিরি" এক্সারসাইয করাতে হয়)। বিদে আমাদের দেশের হ্যান্ডশাওয়ারের চাইতে অনেক বেশী কার্যকরী।