২১

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।

২২

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

২৩

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

মিটাপ হইলেই আমি দৌড় দিয়া ঝাপায়া পরি!! কেন জানি এর আগে প্রজন্মের কোন মিটাপে আমি যাই নাই!! এইবার গেলাম!! চুপচাপ মজা উপভোগ করলাম!! সব্বাইকে থ্যাংকস smile
বাই দা রাস্তা আমার ছবিটা তুলসে কে ? তেনারে প্লাসাইতাম  lol

পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক...............

২৪

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

সত্যিই একটা দারুন দিন ছিলো ,
সুন্দর লৈখিক ভাস্যের জন্য মেহেদী ভাইয়া আর সুন্দর ঝক ঝকে ছবি গুলোর জন্য রাসেল কে অনেক ধন্যবাদ  thumbs_up  thumbs_up

* সবাইকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর টি শার্ট উপহার দেওয়ার জন্য।
*ক্যান্ডিগুলা দুর্দান্ত ছিলো ।
*পলাশ ভাইয়াকে ধন্যবাদ তার কেকের বাইট আমার সাথে শেয়ার করার জন্য এবং খাইয়ে দেওয়ার জন্য ।
*বাপ্পাকে ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম উপহার  এবং আমার বাস ভাড়াটা দেওয়ার জন্য ।
*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
আর সর্বোপরি রাজু ভাইয়াকে ধন্যবাদ ভাবী ও রাজকন্যা সহ আমাদের সাথে তার মূল্যবান সময় দিয়ে দুর্দান্ত মুহুর্ত কাটানোর জন্য ।।

এখানে একটা কথা যেটা না বললেই না আর তাহলো আমি শামীম ভাইয়ার আগে থেকেই যথেষ্ট ফ্যান ছিলাম আর মিটআপের পর থেকে পুরাই পাঙ্খা হয়ে গেছি অসাধারন এক জন ব্যাক্তিত্ব  smile  smile

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

২৫

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

আমাকে কোথাও পাবেন না।

২৬

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

২৭

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৮

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

বাহ, বেশ ভাল লাগছে।  thumbs_up
ফোরামের খোল-নলচে পাল্টানোটা জরুরি। পানসে লাগে দেখতে। সবাই এত আইটি বিশেষজ্ঞ, কিন্তু এই কাজটা এখনো অপূর্ণই থেকে গেল! আমি জানি এটা সময়-সাপেক্ষ এবং সম্ভবত সহজ কাজও নয়। কিন্তু পাঁচ বছর ফেলে রাখবার মত কঠিন কিছু নয়ও। যাহোক, ভাল থাকুন সবাই।

২৯

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (২২-১১-২০১৫ ১৯:৫০)

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৩১

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

ইয়ে দুইটা প্রশ্ন ছিল...
১. পাংশা, রাজবাড়ীর লোকজন কি মিটআপে এসেছিল? ওনারা তো আসার জন্য অনেক খোজখবর নিল দেখলাম donttell
২. ইলিয়াসদার কি অনেক শীত লাগতেছিল? tongue

৩২

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন সীমান্ত ঈগল (মেহেদী) (২২-১১-২০১৫ ২২:১০)

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

বাহ! বেশ ভালো উপস্থিতি হয়েছে দেখছি। smile
যেতে পারলে মন্দ হতো না বোধহয়। cool
অন ডে তে হলে যেতে পারতাম, আমাদের কলেজের পাশেই ছিলো ভেন্যু।  smile
ছবিগুলো যথেষ্ট ভালো এসেছে।  smile
ও হ্যাঁ, অনুষ্ঠানের কয়েকটা স্পন্সর ছিলো জানতাম। thinking
তা, ব্যানারে স্পন্সরদের নাম দেখলাম না। surprised
এমন মিসটেক হলো কিভাবে! surprised

৩৪

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

ব্যানারে স্পন্সরদের নাম না থাকার দুঃখে সহমর্মী হয়ে এর তেব্রো প্রতেবাদ জানাচ্ছি  lol2

রাবনে বানাদি ভুড়ি :-(

৩৫

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

৩৬

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

৩৭

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

৩৮

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

৩৯

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0

প্রাজন্মিক হিসেবে প্রজন্মের কিছু আগে যোগদান করা হয় নাই যা খুবই মনকষ্টের কারন ছিল, এখন চাকরিরত হওয়াতে সময়মত উপস্থিত হওয়াটা সম্ভব ছিল না, লাঞ্ছের পর আর সহ্য করতে না পেরে দৌড়ের উপরে দু ঘন্টার জন্য চলে গেলাম বাইরে। রাজকন্যাকে দেখতে না পেরে এখন মন খারাপ হয়ে আছে, তবে গোপন সূত্রে জানতে পারলাম দেখা করার একটা সুযোগ মনেহয় সামনে আসছে।

মিটআপ নিয়ে যারা কাজ করেছেন স্পেশালি পলাশ ভাই তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং সামনের দিনগুলোতে যে আপনাদেরই সব করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না  big_smile

পরবর্তী ইভেন্টে অনেক অনেক মজা করা হবে এই আশায় থাকলাম  smile

আর মেহেদী ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বর্ননা দেয়ার জন্য।

৪০

Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0