Re: প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
সুন্দর বর্ননা আর রাসেল ছবি গুলিও তুলেছে চমৎকার।
মিটাপ হইলেই আমি দৌড় দিয়া ঝাপায়া পরি!! কেন জানি এর আগে প্রজন্মের কোন মিটাপে আমি যাই নাই!! এইবার গেলাম!! চুপচাপ মজা উপভোগ করলাম!! সব্বাইকে থ্যাংকস
বাই দা রাস্তা আমার ছবিটা তুলসে কে ? তেনারে প্লাসাইতাম
সত্যিই একটা দারুন দিন ছিলো ,
সুন্দর লৈখিক ভাস্যের জন্য মেহেদী ভাইয়া আর সুন্দর ঝক ঝকে ছবি গুলোর জন্য রাসেল কে অনেক ধন্যবাদ
* সবাইকে ধন্যবাদ আমাকে একটা সুন্দর টি শার্ট উপহার দেওয়ার জন্য।
*ক্যান্ডিগুলা দুর্দান্ত ছিলো ।
*পলাশ ভাইয়াকে ধন্যবাদ তার কেকের বাইট আমার সাথে শেয়ার করার জন্য এবং খাইয়ে দেওয়ার জন্য ।
*বাপ্পাকে ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম উপহার এবং আমার বাস ভাড়াটা দেওয়ার জন্য ।
*সালেহ ভাইয়াকে ধন্যবাদ তার সুন্দর অফিসটি শেয়ার করার জন্য এবং মজাদার পুরির জন্য ।
আর সর্বোপরি রাজু ভাইয়াকে ধন্যবাদ ভাবী ও রাজকন্যা সহ আমাদের সাথে তার মূল্যবান সময় দিয়ে দুর্দান্ত মুহুর্ত কাটানোর জন্য ।।
এখানে একটা কথা যেটা না বললেই না আর তাহলো আমি শামীম ভাইয়ার আগে থেকেই যথেষ্ট ফ্যান ছিলাম আর মিটআপের পর থেকে পুরাই পাঙ্খা হয়ে গেছি অসাধারন এক জন ব্যাক্তিত্ব
বাহ, বেশ ভাল লাগছে।
ফোরামের খোল-নলচে পাল্টানোটা জরুরি। পানসে লাগে দেখতে। সবাই এত আইটি বিশেষজ্ঞ, কিন্তু এই কাজটা এখনো অপূর্ণই থেকে গেল! আমি জানি এটা সময়-সাপেক্ষ এবং সম্ভবত সহজ কাজও নয়। কিন্তু পাঁচ বছর ফেলে রাখবার মত কঠিন কিছু নয়ও। যাহোক, ভাল থাকুন সবাই।
ইয়ে দুইটা প্রশ্ন ছিল...
১. পাংশা, রাজবাড়ীর লোকজন কি মিটআপে এসেছিল? ওনারা তো আসার জন্য অনেক খোজখবর নিল দেখলাম
২. ইলিয়াসদার কি অনেক শীত লাগতেছিল?
বাহ! বেশ ভালো উপস্থিতি হয়েছে দেখছি।
যেতে পারলে মন্দ হতো না বোধহয়।
অন ডে তে হলে যেতে পারতাম, আমাদের কলেজের পাশেই ছিলো ভেন্যু।
ছবিগুলো যথেষ্ট ভালো এসেছে।
ও হ্যাঁ, অনুষ্ঠানের কয়েকটা স্পন্সর ছিলো জানতাম।
তা, ব্যানারে স্পন্সরদের নাম দেখলাম না।
এমন মিসটেক হলো কিভাবে!
ব্যানারে স্পন্সরদের নাম না থাকার দুঃখে সহমর্মী হয়ে এর তেব্রো প্রতেবাদ জানাচ্ছি
প্রাজন্মিক হিসেবে প্রজন্মের কিছু আগে যোগদান করা হয় নাই যা খুবই মনকষ্টের কারন ছিল, এখন চাকরিরত হওয়াতে সময়মত উপস্থিত হওয়াটা সম্ভব ছিল না, লাঞ্ছের পর আর সহ্য করতে না পেরে দৌড়ের উপরে দু ঘন্টার জন্য চলে গেলাম বাইরে। রাজকন্যাকে দেখতে না পেরে এখন মন খারাপ হয়ে আছে, তবে গোপন সূত্রে জানতে পারলাম দেখা করার একটা সুযোগ মনেহয় সামনে আসছে।
মিটআপ নিয়ে যারা কাজ করেছেন স্পেশালি পলাশ ভাই তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং সামনের দিনগুলোতে যে আপনাদেরই সব করতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না
পরবর্তী ইভেন্টে অনেক অনেক মজা করা হবে এই আশায় থাকলাম
আর মেহেদী ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বর্ননা দেয়ার জন্য।
প্রজন্ম ফোরাম » বিবিধ » বটগাছ » প্রজন্ম মিটআপ - ২০১৫ v1.0
০.১৬১৬১৬০৮৬৯৫৯৮৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭১.০১৭৭৩৬৬১২০৪৯ টি কোয়েরী চলেছে