টপিকঃ linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।
আমি লিনাক্স নতুন ইউজার। কিছুদিন আগে লিনাক্স মিন্ট ডুয়াল বুট করে সেটআপ দিয়েছিলাম।ভালোই লেগেছে আমার কাছে। কিন্তু সমস্যা হলো জিপি মডেম(Huawei E303) মডেম ইউজ করতে পারি নাই। মডেম প্রবেশ করালে সিডি রমের মত একটা আইকন দেখাই কিন্তু নেটওয়ার্ক বার থেকে কানেক্ট দিতে গেলে মডেম ডিটেক্ট করতে পারে না। আবার ইন্সটলও দিতে পারি না। কারন মডেম এর সাথে লিনাক্স এর জন্য কোন ড্রাইভার দেওয়া নেই। জিপির আগের মডেম(ZTE) মডেম ইন্সটল দিতে পারি লিনাক্সে কিন্তু এইটা পারি নাই।
আর একটা সমস্যা হলো, ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখতে পারি নাই। সাবটাইটেল দিলেই চারকোণা ঘর এর মত হয়ে থাকা। আবার অন্য প্লেয়ারে বাংলা সাবটাইটেল সাপোর্ট করলেও লেখা গুলা অনেক বড় হয়ে থাকে। ছোট করার উপায় খুজে পাই না।
আপাতত এই দুইটা সমস্যার জন্য লিনাক্স থেকে আবার উইন্ডোজে ফিরে এসেছি। আশা করি এই দুইটা সমস্যার সমাধান আপনাদের কাছে পাবো।
-কষ্ট করে আমার সমস্যাটি পড়ার জন্য ধন্যবাদ।