সর্বশেষ সম্পাদনা করেছেন mahabub_001 (২২-১১-২০১৫ ১১:১৬)

টপিকঃ linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।

আমি লিনাক্স নতুন ইউজার। কিছুদিন আগে লিনাক্স মিন্ট ডুয়াল বুট করে সেটআপ দিয়েছিলাম।ভালোই লেগেছে আমার কাছে। কিন্তু সমস্যা হলো জিপি মডেম(Huawei E303) মডেম ইউজ করতে পারি নাই। মডেম প্রবেশ করালে সিডি রমের মত একটা আইকন দেখাই কিন্তু নেটওয়ার্ক বার থেকে কানেক্ট দিতে গেলে মডেম ডিটেক্ট করতে পারে না। আবার ইন্সটলও দিতে পারি না। কারন মডেম এর সাথে লিনাক্স এর জন্য কোন ড্রাইভার দেওয়া নেই। জিপির আগের মডেম(ZTE) মডেম ইন্সটল দিতে পারি লিনাক্সে কিন্তু এইটা পারি নাই।

আর একটা সমস্যা হলো, ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল দিয়ে মুভি দেখতে পারি নাই। সাবটাইটেল দিলেই চারকোণা ঘর এর মত হয়ে থাকা। আবার অন্য প্লেয়ারে বাংলা সাবটাইটেল সাপোর্ট করলেও লেখা গুলা অনেক বড় হয়ে থাকে। ছোট করার উপায় খুজে পাই না।

আপাতত এই দুইটা সমস্যার জন্য লিনাক্স থেকে আবার উইন্ডোজে ফিরে এসেছি। আশা করি এই দুইটা সমস্যার সমাধান আপনাদের কাছে পাবো।
-কষ্ট করে আমার সমস্যাটি পড়ার জন্য ধন্যবাদ।

Re: linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।

সালেহ আহমদ'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।

Re: linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।

হাতের কাছে জিপি মডেম আর পিসিতে লিনাক্স নেই বলে প্রথম সমস্যার সামাধান দিতে পারলাম না। তবে ২য় সমস্যাটার সমাধান স্মৃতি থেকে দেয়ার চেষ্টা করছি। ভিএলসিতে ফন্ট বদলে দেখতে পারেন। আর অন্য প্লেয়ার হিসাবে যদি এসএম প্লেয়ার ব্যবহার করেন তবে কী-বোর্ড শর্টকাটের সাহায়্যে ফন্ট সাইজ ছোট-বড় করা সম্ভব।

hard to hate but tough to love

Re: linuxmint-17.2-cinnamon-64bit এর জন্য সাহায্য চাই।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত