টপিকঃ প্রজন্ম মিটআপ - ২০১৫ (Photos Only)
প্রজন্ম মিটআপ ২০১৫ এর বিশদ সম্পর্কে টপিক মেহেদী৮৩ ভাই ওরফে আশিফ শাহো(!) ওরফে রাজু(!)। ইয়েমানে প্রথমে উনারে চিনতে না পেরে এইনাম গুলা দিয়াই ডাকছিলাম নাম আরকি ।
এইখানে ডিটেইলস লেখা আছে।
এইবার আসি ছবি ত। ম্যালা ছবি তুলছি এক্কেরে কাইত হইয়া বাকাইয়া ত্যাড়াইয়া যেমনে পারছি। কিছুই ভালা হয় নাই। আমি আসলে মোটামুটি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তাই এতগুলো মানুষের মাঝে কেমন যেন লাগছিল। সবাইকেই চিনি অথচ আজকেই প্রথম সামনা সামনি দেখলাম বলেই হয়তো এমন লাগছিল। পরে অবশ্য ঠিক হয়ে গেছে
বিশেষ দ্রষ্টব্যঃ অনেক কে নিয়ে খানিকটা ফাজলামী করে লিখলাম। মাইন্ড করলে নিজ দায়িত্বে করবেন এবং আমাকে জানাবেন পোষ্ট এডিট করে দিবো। ধন্যবাদ
১
২
৩
৪
৫
৬ ক্যান্ডি গাপ করে দেয়ার গোপন মূহুর্ত
৭ ক্যান্ডি গাপ করে দিয়ে কি খুশি!
৮ আউল ভাই
৯
১০ আহ! বিরিয়ানি!
১১ জলভূমির মরুদস্যু থুক্কু মরুভূমির জলদস্যু। বেচারা নড়তে চড়তে পারছেন না। বেচারা একবার তো পপাত ধরনীতল। পরবর্তীতে দুইটা চেয়ার নিয়া বসছেন।
১১ এইবার ক্যান্ডি সব খাইয়ালবাম! মেহেদী৮৩ঃ দ্য ক্যান্ডি ম্যান!
১২ ফোরাম পিতা এবং ফোরাম রাজকন্যা
১৩ পরিবেশ প্রকৌশলী তার সুইস নাইফ নিয়া রেডি বিরিয়ানীতে হামলা করতে।
১৪ গরম গরম বিরিয়ানী
১৫ ডায়েটিং করছি কিন্তু এই গরম বিরিয়ানী খাবো নাকি খাবো না ভাবছেন বাবর ভাই।
১৬ প্রজন্ম পরিবারের একাংশ। (আমি নাই এইখানে )
১৭ আরেকটু হলে মনে হয় ভাল হত
১৮ কখন খুলবে! আর কখন খাবো।
১৯ কেক
২০ দিনের নায়ক ফটোগ্রাফার দুজন এর একজন।
২১ ইয়ে মানে ওনার একটা বিবাহ আবশ্যক। আর কত গোপনে কথা বলা!
২২ ক্যান্ডির পরে এবার কেকটাও একা মেরে দেবার তালে ছিলেন।
২৩ কেক কাটার অপেক্ষা।
২৪ পরিবেশ প্রকৌশলী তথা শামীম ভাই কেক কাটবেন
২৫
২৬ সম্রাট(!) বাবর কেক মেরে দিচ্ছেন।
২৭ রমা (ইনি রহস্যমানব কোন রমনী নন কিন্তু নাম দেখে ভুলবেন না।)
২৮ ফোরাম নিয়ে টেকিগণের আলোচনা
২৯ ইনি সেই আসিফ শাহো যার নাম খানা মেহেদী৮৩ ভাইয়ের কপালে লেগে গিয়েছিল (আমার কল্যানে অবশ্য) উনি এমন ব্যাকা ত্যাড়া যে কেন হয়ে থাকেন বুঝি না।
৩০ একজন ফটগ্রাফার যখন ফটো তে
৩১ সালেহ ভাই