২১

Re: মরুভূমির জলদস্যুর "মজার গণিত" সমগ্র

মেহেদী৮৩ লিখেছেন:

আপনি সেই ৭৬টা পোষ্ট লিখছেন!!! ধৈর্য্য আছে বটে আপনার।

আপনাদের ২৫/৩০টার চাহিদা ছিল। ৭৬টার পরে আপনাদের নাড়ানো গেছে, আমার দোষ কৈ?
দেখছেন বিভাগ বানানোর সাথে সাথে নতুন পোষ্ট করছেন সদস্য-১ ভাই।

মেহেদী৮৩ লিখেছেন:

আপনার জন্য আরেকটা বাড়তি কাজ আছে, সম্ভবত শান্তবালকের কয়েকটি টপিক আছে ম্যাথ নিয়ে। সেগুলোর একটা লিস্ট যদি দিতেন আর কি, সেগুলোও এই ক্যাটাগরীতে নিয়ে আসতাম তাহলে।

খোঁজা শুরু করে দেবনে, পেলেই অভিযোগে জানাবো। আমার সাথে সাথে বাকিদের চোখে এলেও জানানোর আবেদন রইলো।

2 minutes and 37 seconds after:

সদস্য_১ লিখেছেন:

মজার গণিত বিভাগের অধিপতি জনাব দস্যু কে কুর্নিশ!
http://images.christianpost.com/full/80042/bowing-down-to-king-science.jpg

আমি কিন্তু বেলুনের মত ফুলা শুরু করতেছি।  dontsee

5 minutes and 11 seconds after:

RUSSEL13 লিখেছেন:

ছোটবেলাতে স্কুলে আমার সব সাবজেক্টেই রেজাল্ট কম বেশি ভালো হলেও গণিতেই ধরাটা খাইতাম sad চৌবাচ্চার অংকের কথা মনে পড়লে এখনো গায়ে জ্বর আসে  cry

স্কুল কলেজের বইগুলোতে কেন গণিতকে মজার কিছু বলে বোঝানো বা শেখানোর চেষ্টা করা হয় না  whats_the_matter

আমি অংকে কখনো খারাপ মার্ক পাই নাই। তবে চৌবাচ্চার আর বাশে তেল দেয়া অংক কখনোই মজা পাই নাই।

স্কুলের গণিত বইগুলিতে মজার কিছু অংক ঢুকানো গেলে বাচ্চাদের অংকের প্রতি আগ্রহ বাড়তো। আর আগ্রহণ বাড়লে গণিত ভিতিটাও কমতো।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

২২

Re: মরুভূমির জলদস্যুর "মজার গণিত" সমগ্র

মরুভূমির জলদস্যু লিখেছেন:

আপনাদের ২৫/৩০টার চাহিদা ছিল। ৭৬টার পরে আপনাদের নাড়ানো গেছে, আমার দোষ কৈ?


গণিত নিয়ে নতুন বিভাগ করার কথা হয়েছে গতমিটাপে যখন, তখন সম্ভবত আমি ছিলাম না, খাবার আনতে গিয়ে অনুষ্ঠানের বিশাল একটা অংশ মিস করেছিলাম সেবার।

২৩

Re: মরুভূমির জলদস্যুর "মজার গণিত" সমগ্র

মেহেদী৮৩ লিখেছেন:
মরুভূমির জলদস্যু লিখেছেন:

আপনাদের ২৫/৩০টার চাহিদা ছিল। ৭৬টার পরে আপনাদের নাড়ানো গেছে, আমার দোষ কৈ?


গণিত নিয়ে নতুন বিভাগ করার কথা হয়েছে গতমিটাপে যখন, তখন সম্ভবত আমি ছিলাম না, খাবার আনতে গিয়ে অনুষ্ঠানের বিশাল একটা অংশ মিস করেছিলাম সেবার।

আমার যতদূর মনে হয় ২০১০এর মিটাপেও অামি এই দাবি তুলেছিলাম।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

২৪

Re: মরুভূমির জলদস্যুর "মজার গণিত" সমগ্র

অনেক কালেকশন ভাই
ধন্যবাদ ভাই ।