টপিকঃ গুনফল যাচাই
ফাইভের অংক পরীক্ষায় সবসময় ৪/৫ অংকের বড় একটা গুন অংক আসত। পুরো অংকটা ধাপে ধাপে অনেক গুলো ছোট গুন এবং যোগের সমষ্টি। পরীক্ষায় পুরা পৃষ্ঠা জুড়ে অংকটা করার পর টেনশনে মরতাম কোথাও ভুল হল কিনা! ঠিক হল কিনা সেটা পরীক্ষা করার উপায় হল অংকটা আরেক যায়গায় করা তারপর ফল মিলানো। কিন্তু পরীক্ষায় অত সময় নেই।
এই অবস্থায় মামার শেখানো এই কৌশলটা ছিল যাদু মন্ত্রের মত। এটা যে আমি করতে পারতাম সেটা ক্লাসের প্রতিদ্বন্দ্বী বন্ধুদের ঘুনাক্ষরেও জানতে দেইনি। চরম গোপনীয় জ্ঞান! যেহেতু এটা নিয়ে কখনো কথা বলিনি এই পদ্ধতিটা সবাই জানেন কিনা তাও জানিনা!
যাই হোক পদ্ধতি বলি:
ধাপ ১,২: গুণ্য এবং গুণক এর অংক গুলোকে পাশা পাশি যোগ করি। যোগফল এক অংক না হওয়া পর্যন্ত অংক গুলোকে পুনরায় যোগ করতে থাকি। যেমন গুন্য যদি হয় ৫৯২ তাহলে ৫+৯+২= ১৬। যেহেতু ১৬ এক অংকের সংখ্যা নয় অতএব একেও আবার যোগ করি ১+৬ = ৭। এখানে ৭ হল গুণ্যের যোগফল।
ধাপ ৩: গুণ্য এবং গুণকের যোগফল থেকে পাওয়া এক অংক দ্বয়কে গুন করি। ফল এক অংক না হওয়া পর্যন্ত অংক গুলোকে যোগ করতে থাকি।
ধাপ ৪: এবার আসল অংকের গুণফলের অংক গুলোকে এক অংক না হওয়া পর্যন্ত যোগ করি।
যদি ধাপ ৩ এবং ৪ এ একই অংক পাওয়া যায় তাহলে গুনফল ঠিক আছে!
একটা উদাহর দেখি
এখানে ধাপ ৩ এবং ৪ এ ৬ পাওয়া গেছে। অতএব গুনফল ঠিক আছে!