সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২১-১১-২০১৫ ০২:৪৩)

টপিকঃ গুনফল যাচাই

Re: গুনফল যাচাই

প্রথম জানলাম...তবে ব্যাপারটা নিয়া হালকা সন্দেহ আছে.....ব্যাপক গবেষনা দরকার।
একই অংক পাওয়া যাওয়ার পরেও ভুল আছে......এমনটা হওয়াটার কি কোনই চান্স নাই?

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২১-১১-২০১৫ ০৫:৪৫)

Re: গুনফল যাচাই

Re: গুনফল যাচাই

চমৎকার ট্রিক, যদিও পুরপুরি নির্ভর যোগ্য নয়।
নতন বিভাগে প্রথম পোস্টের জন্য +

Re: গুনফল যাচাই

ইন্টারেস্টিং, তবে সবার পুরোপুরী এইটাতে নির্ভর হওয়ার আগে আরেকটু শিয়র হওয়া দরকার big_smile

বাই দ্যা ওয়ে, গুণ্য ও গুনকের নিচে ফলাফলাগুলো বসানোর সময় x দিয়ে আমরা যেটা লিখি সেটা আসলে ভুল sad ঐখানে ০ হবে

Re: গুনফল যাচাই

চমৎকার টেকনিক।
যদি এটা মিলে তাহলে শুদ্ধও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ভুলও হতে পারে।
কিন্তু যদি এটা না মিলে তাহলে ভুল -- এই দিকটাতো নিশ্চিত নাকি?  isee

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গুনফল যাচাই

Re: গুনফল যাচাই

এমন কিছুই খুঁজছিলাম। থ্যাংক্স

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: গুনফল যাচাই

১০

Re: গুনফল যাচাই

সবাই চমৎকার বলছে কিন্তু খুব একটা চমৎকার আমার কাছে লাগছে না, আমার কাছে বরং আতংক জনক মনে হচ্ছে। ধরেন এতো বড় অংক করলাম আর শেষে গিয়ে দেখলাম যোগ মিলে না। হায় আল্লাহ। এই টেনশনে বাকি অংকগুলোও গুলিয়ে যাবে। আমি পরিক্ষা দিয়ে তাই কখনও বাসায় এসে মিলিয়ে দেখতাম না হলে কোনটা ভুল হলো। মিল করতে গিয়ে যদি টেনশন ভর করে তাহলে রাতের ঘুম প্লাস পরিক্ষার রেজাল্টের আগ পর্যন্তই আল্লাহ আল্লাহ করতে হবে, যে একে তো শিক্ষকের বারি তার উপর গার্জিয়ানের ঝাড়ি খেতে হবে। এর থেকে ভালো পরীক্ষা দিয়ে ডোন্ট কেয়ারে অন্তত রেজাল্টের আগের দিন পর্যন্ত ঘুর ঘুর করা।

তবে টেকনিকটা জটিল  dancing

আমাকে কোথাও পাবেন না।

১১

Re: গুনফল যাচাই

১২

Re: গুনফল যাচাই

আমার মামাকে ধন্যবাদ দিতেই হয় গণিতকে মজার করে উপস্থাপন করার জন্য।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত