টপিকঃ fulldisk encryption এর জন্যে কোন প্রবলেম ফেস করতে হবে কিনা জানতে চাইছি
আমার ৫০০ জিবি হার্ডডিস্কে আমি লিনাক্স (কুবুন্তু) ইন্সটল করেছি। ৫ জিবি রুট আর বাকিটা হোমের জন্যে। swap প্রয়োজন নেই তাই সে ব্যাপারে মাথা ঘামাই নি। এবার আসল কথায় আসা যাক...
আমি full disk encryption ব্যবহার করেছি।
উবুন্টু ১৬.০৪ রিলিজ করলে রুট টা ফরম্যাট করে হোম টা চিনিয়ে দেবো। এখন fulldisk encryption এর জন্যে কোন প্রবলেম ফেস করতে হবে কিনা জানতে চাইছি...