Re: ফুলকপির ডাটার পাকোড়া
এটা এইবার আন্টির ছেড়া রান্নার বই থেকে দেন নাই! এই জন্য পরিমাপ নাই! পরিমাপ দেন! নাইলে তো কাপ ভরে ভরে উপকরন দিয়ে গুলে কি হালুয়া বানাব আল্লাহ জানে!
বিকালের জন্য ভাল জিনিস! রোজকার সেই চা-বিস্কুট নাইলে আপেল ফাপেল ভালা লাগে না! মাঝে মাঝে মুখ-চিবানি বদলাইতে হয়!
Re: ফুলকপির ডাটার পাকোড়া
তেলের খাদ্য দেখলেই ভয় লাগে।
ধন্যবাদ আপি সুন্দর পোষ্টের জন্য
বাচ্চাদের বানিয়ে খাওয়াব
Re: ফুলকপির ডাটার পাকোড়া
এইটা কখনো খাই নাই তবে ফুলকপুর পাকরা আমার ভিষন প্রিয়।
Re: ফুলকপির ডাটার পাকোড়া
নাইস রেসিপি আপু একেবারে সঠিক সময়ে রেসিপিটি দিয়েছেন। বাসায় করে দেখতে হবে
Re: ফুলকপির ডাটার পাকোড়া
Re: ফুলকপির ডাটার পাকোড়া
Re: ফুলকপির ডাটার পাকোড়া
তাইলে শিউর! কিছু না কিছু মিস যাবেই!
Re: ফুলকপির ডাটার পাকোড়া
Re: ফুলকপির ডাটার পাকোড়া
জ্বীবে পানি এসে গেল।
Re: ফুলকপির ডাটার পাকোড়া
Re: ফুলকপির ডাটার পাকোড়া
আপু এই সব ফুলকপি, মুল্কপি বানাবো না অন্য কিছু দেন! ফুলকপ্পির ফুলই গলা দিয়া নামে, ডাটিটা নিয়া চিবাইতে ভাল লাগে না!!
চাবায় চাবায় চেপ্টা কইরা ফালাই দেই আর আম্মা চিল্লায় খাবার নষ্ট করি।
Re: ফুলকপির ডাটার পাকোড়া
ফুলকপি, বাধাকপি সহ দুনিয়ার সমস্ত শাক সব্জিকে মাইনাস রেপু
আমি সবজি খাই না