টপিকঃ একটি রুম ভাইরাস আক্রান্ত হলে কি করণীয়?
আমার একটি রুম সম্ভবত ভাইরাস আক্রান্ত। এই রুমে যেই প্রবেশ করে তারই গা চুলকায়।
বিষয়টি বিস্তারিত বলছিঃ
আমার এই রুমের জানালার পাশে একটি বড়ই গাছ ছিল। আর এই গাছের মধ্যে ছিল বিছা পোকার আস্তানা। গত দুই সাপ্তাহ হল গাছটি কেটে ফেলেছি এবং পুরো রুমটি ভালো করে পরিষ্কার করছি। কিন্তু এখনও কোন ফল পাচ্ছি না।
এই সমস্যার জন্য কি করতে পারি? কীটনাশক জাতীয় কি কিছু ব্যবহার করতে পারি?