টপিকঃ মঙ্গলবার পরীক্ষার সময়েই হরতাল
http://www.now-bd.com/2015/11/01/453481.htm সংবাদটি এখানে
http://www.bssnews.net/bangla/newsDetai … 2014-10-31 সেই সময়ের একটি সংবাদ
শুরু হয়েছে জেএসসি পরীক্ষা, সারা দেশে প্রায় পৌনে ২৩ লাখ শিশুরা এবার পরীক্ষা দিচ্ছে জেএসসি, আর সেই সময়েই সরকারী দলের সমর্থক গনজাগরন মঞ্চের হরতাল, আর এই হরতাল নিয়ে এক সময়ে এই গনজাগরনমঞ্চ, সরকারী দলের নেতারা, বুদ্ধিজিবি, মন্ত্রী সবাই অনেক মন্তব্য করেছেন, তাদের বক্তব্যে টিভি সেট গরম হয়ে গিয়েছিলো, টক শ তে তর্কের ঝড় উঠতো, টিভির উপস্থাপিকারা গরম বক্তব্য দেয়া শুরু করেছিলো, বলতো পরীক্ষার সময়ে তারাই হরতাল দেয় যারা যুদ্ধাপরাধিদের বাঁচাতে চায়, যারা দেশকে ধ্বংশ করতে চায়, তাদের কোন অধীকার নেই কমলমতি শিশুদের জিবন নিয়ে খেলতে, আরো বলা হতো পরীক্ষার সময়ে তারাই হরতাল ঢাকে যারা নিজে অশিক্ষিত, তাদের পরীবার অশিক্ষিত, তারা চায়না দেশের শিশুরা শিক্ষা লাভ করুক, অথচ পরীক্ষার সময়ে হরতাল ঢাকলো খোদ সরকারী দল সমর্থক গন জাগরন কিন্ত কারো কোন প্রতিক্রীয়া নেই?
http://www.amaderbarisal.com/news/84072.aspx এই বক্তব্যটি কার জন্য প্রযোজ্য?