টপিকঃ আমি
আমি আন্দালীব। বয়েস উনত্রিশ। ডি.ইউ. থেকে স্নাতকোত্তর শেষ করে একটা বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছি বছর চারেক।
কবিতা লিখতে, পড়তে ভালো লাগে।
কবিতার ক্ষেত্রে পছন্দের মূলধারা সার'রিয়্যালিজম্।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি
আমি আন্দালীব। বয়েস উনত্রিশ। ডি.ইউ. থেকে স্নাতকোত্তর শেষ করে একটা বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করছি বছর চারেক।
কবিতা লিখতে, পড়তে ভালো লাগে।
কবিতার ক্ষেত্রে পছন্দের মূলধারা সার'রিয়্যালিজম্।
ভাই সাররিয়্যালিজমটা কি একটু বলবেন অনুগ্রহ করে। আমি এমনিতেই কবিতা বুঝি না তার পরে এসব শব্দ। মনে হয় প্রসেসর চেঞ্জ করা লাগবে এবার।
আসলে খুব কঠিন কবিতা আমি বুঝি না। কিন্তু যখন বুঝতে পারি তখন খুব ভাল লাগে। মনে হয় কবি কত সুন্দর করেই না অল্প কথায় একটা বিষয়কে তুলে ধরেছেন।
হ্যালো বন্ধুরা, আমি আকাশ। একটা ফরেন হোটেলে ছোটথাট চাকরি করি। ভালবাসি আড্ডাবাজি, সায়েন্স ফিকশন, মুভি দেখা। এই আরকি!
অামি বাংলা লিখতে পারিনা তো !
হাংরিকোডার, সার'রিয়্যালিজম্ হলো পরাবাস্তববাদ।
এবার আরো গোলমেলে হয়ে গেলো কি?
ভাই আন্দলীব, আপনি কি কোডা-তে ছিলেন বা আছেন? তাহলে মনে হয় চিনতে পারছি।
প্র.প্রেঃ
আমি কোডা'র আন্দালীব না,
কিন্তু তাতে কি!
আপনার একজন নতুন বন্ধু তো...
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » আমি
০.০৪১৭৯৯০৬৮৪৫০৯২৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৮৪৬৩৯৬২৩৯৯৭৫ টি কোয়েরী চলেছে