Re: সম্প্রতি কী কী বই পড়লেন?
বিগত কয়েকদিন ধরে নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত "টেনিদা সমগ্র" বইটি পড়ছি। খুবই ভালো লাগছে এমন আরো কোন ছোট গল্পের বইয়ের সন্ধান দিলে উপকৃত হতাম
এছাড়া আরো কোন লেখকের এরকম হাসির বই দিলেও চলবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী কী বই পড়লেন?
বিগত কয়েকদিন ধরে নারায়ণ গঙ্গোপাধ্যায় বিরচিত "টেনিদা সমগ্র" বইটি পড়ছি। খুবই ভালো লাগছে এমন আরো কোন ছোট গল্পের বইয়ের সন্ধান দিলে উপকৃত হতাম
এছাড়া আরো কোন লেখকের এরকম হাসির বই দিলেও চলবে
সদস্য_১ লিখেছেন:হুমায়ুন ছাড়া বাংলা বইয়ের রিভিও পোস্ট দেখিনা
জীবিত সাহিত্যিকদের মধ্যে গল্প এবং উপন্যাস ক্যাটাগরীতে পাচজন করে সেরা লেখকের নাম বলুন দেখি। "সেরা" বলতে মার্কেট পপুলারিটি ধরলেই হবে।
বাংলাদেশি ?
হ্যা
গল্প এবং উপন্যাস আলাদা করে বলছি না এক্সাথেই বলি ,এদের মার্কেট পপুলারিটি আছে অন্তত বইমেলায় গেলে তাই মনে হয় আর আমার পড়া হয়েছে তাদের বই ;
* আনিসুল হক
*জাফর ইকবাল
*নাসরিন জাহান
*আল মাহমুদ
* সেলিনা হোসেন
*রাবেয়া খাতুন
*ইমদাদুল হক মিলন
*তাসলিমা নাসরিন
*সুমন্ত আসলাম
কর্নেল হামিদ সংকলিত
তিনটি সেনা অভ্থান ও কিছু না বলা কথা ।
কর্নেল হামিদ সংকলিত
তিনটি সেনা অভ্থান ও কিছু না বলা কথা ।
কদিন আগে আমিও পড়েছি।
সুমন্তের বাউন্ডুলে এর সব পার্ট কিনে এনেছি , কিন্তু পড়ার সময় পাচ্ছি না।
গল্প এবং উপন্যাস আলাদা করে বলছি না এক্সাথেই বলি ,এদের মার্কেট পপুলারিটি আছে অন্তত বইমেলায় গেলে তাই মনে হয় আর আমার পড়া হয়েছে তাদের বই ;
* আনিসুল হক
*জাফর ইকবাল
*নাসরিন জাহান
*আল মাহমুদ
* সেলিনা হোসেন
*রাবেয়া খাতুন
*ইমদাদুল হক মিলন
*তাসলিমা নাসরিন
*সুমন্ত আসলাম
ধন্যবাদ।
আর কারো মতামত নেই? "সম্প্রতি কি মুভি দেখলেন" টপিকে সবাই কত উৎসাহ নিয়ে ব্যাক্তিগত / পাবলিক আলাদা রেটিং সহ পোষ্ট দেই। অথচ বইয়েরটাতে খবর নেই !
The Light Between Oceans (2013) by Stedman
মোটামুটি ভালই লেগেছে। সাহিত্য শৈলী এবং ঘটনা সাধারন লাগলেও, ঘটনার তাতপর্য ব্যাপক।
মানুষ তার বাৎসল্য মোহের কাছে কতটা অসহায়, তার আরো একটা নান্দনিক উদাহরন।
জনম জনম - হুমায়ূন আহতেম
কর্ণেল শাফায়াত জামিল সংকলিত -
একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর পড়া শুরু করলাম।
আইএমডিবি এর মতো বই এর লিস্ট করার জন্য কোন ভালো সাইট আছে কি ? স্পেশালি বাংলা বইগুলোর জন্য
নিজের পড়া বইগুলো তালিকা করে রাখা দরকার
http://boishare.com/site
বিস্তারিত জানতে
http://www.boidweep.com/
এক-দুই ডলার বা বিনামূল্যে তারা নিয়মতান্ত্রিকভাবে ইবুক ডাউনলোড করার সুযোগ করে দিচ্ছে।
তথ্যসূত্র ঃ http://www.sachalayatan.com/udash/51519
টুকুঞ্জিল পড়ছিলাম কিন্তু সেমিস্টার ফাইনাল চলছে তাই সেস করতে পারি নি। বই টা জোস যতিটুকু পরে মনে হল
হাসান আজিজুল হক রচিত উপন্যাস "আগুন পাখি" পড়লাম। বইটা দেশ বিভাগ নিয়ে রচিত।
হুমায়ুন আহমেদএর মধ ্যমা পড়লাম
দ্যা লাস্ট অফ আসঃ এমেরিক্যান ড্রিমসের ইস্যু # ১-৪ পড়েছি কিছুদিন আগে। অনেকদিন পর কমিক্স পড়া হল।
'মিসির আলির চশমা' পড়লাম। খুব একটা ভাল লাগেনি।
'ইরিনা'-হুমায়ুন আহমেদ।
মোটামুটি ভালই।
'জীবনকৃষ্ণ মেমোরিয়াল হাইস্কুল'-হুমায়ুন আহমেদ।
ভালই লাগলো।
The Dark Legacy of Shannara Trilogy by Terry Brooks
Wards of Faerie, Bloodfire Quest, Witch Wraith
ফ্যান্টাসি ফিকশন।
মূল গল্প ভালই, তবে বেহুদা টেনে বড় করা হয়েছে। শেষের দিকে প্যারার পর প্যারা শুধু চোখ বুলিয়ে গিয়েছি...৫/৬ প্যারা পর ১/২ প্যারা ভাল করে পড়া আরকি
হুমায়ুন আহমেদের 'যদিও সন্ধ্যা' ও 'কে কথা কয়' পড়লাম। দুইটা বই-ই চমৎকার।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী কী বই পড়লেন?
০.১২১৪৮৪৯৯৪৮৮৮৩১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৬.০৮৬৩৪৬৬৮১৮৪৪ টি কোয়েরী চলেছে