টপিকঃ লিনাক্স কমিউনিটি ফোরামের ঠিকানা পরিবর্তন
সকলের (মানে, যারা আগ্রহী আরকি!) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "লিনাক্স বাংলাদেশ সম্প্রদায়" কর্তৃক পরিচালিত "লিনাক্স কমিউনিটি ফোরাম" (সাবেক লিনাক্সদেশ ফোরাম) এর ঠিকানা পরিবর্তন হয়েছে।
পূর্বের ঠিকানাঃ
forum.linuxdesh.com
বর্তমান ঠিকানাঃ
forum.linuxdesh.org
মোদ্দা কথায় .com এর জায়গায় .org বসাতে হবে।
ভিজিট করতে ক্লিকানঃ forum.linuxdesh.org
(এই ব্র্যাকেটের ফাঁকে জানিয়ে রাখি যে, সম্প্রতি পুরনো সাইটে অনেক হিট দেখেছি, তাই বিভ্রান্তি এড়ানোর জন্য একটা পোস্ট মেরে দিলাম।)