Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
হুমম অরিজিনাল টা খুব কম সংখ্যক আমাদের দেশে ইউজ করে। পাইরেটেডই ভরসা
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
কাজটা শত্রুতামূলক মনে হচ্ছে।
পাইরেসী কখনোই সমর্থনযোগ্য না, তবে বাংলাদেশে বেশিরভাগ মানুষেরই এটা নিয়ে মাথাব্যাথা নাই। এই ধরণের অভিযান চালানোর আগে এটলিস্ট ১মাস-২মাস সময় দিতে পারত, বিকল্প ব্যাবস্থা খুজে নেওয়ার জন্য।
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
৬ ১৩-০৯-২০১৫ ১২:৫২ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৩-০৯-২০১৫ ১২:৫৩)
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
আমি "চোরকে চোর" বলি বলে সেটা নাকি অনেক প্রাজন্মিকের এবং বেশ কিছু মডু'র নিকটই হৃদয়বিদারক ঘটনা, ভাষার দুষ্টু প্রয়োগ!!! এখন অবশ্য মাইক্রোসফট/এডোবি/অন্যান্য প্রতিষ্ঠান আর বাংলাদেশ সরকার মিলিতভাবেই এটা বলছে/বলবে আর থানায় নিয়ে গিয়ে মানসম্মানের পারদটাকে তথাকথিত জননেতা/রাজনৈতিক ক্যাডার/ঘুষখোর আমলা/দূর্নীতিবাজদের কাতারে তুলে দেবে। ভয় হচ্ছে!!! এইগুলো না আবার ঐ সকল মহামানব প্রজাতির জন্য কলিজা/কিডনীবিদারক ঘটনা হয়ে দাঁড়ায়!!!
আর সেই ২০০৯ইং থেকে আমরা (আমি এবং আরো বেশ কিছুসংখ্যক প্রযুক্তিসচেতন মানুষ) এই চুরি/ডাকাতির সম্পর্কে সাবধান করে চলেছি অনলাইন/অফলাইন সবখানে, নিজের পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে। ভ্যাজাল মুক্ত হয়ে মুক্তপ্রযুক্তির জগতে আসবার জন্যে বারংবার আহ্বান করছি এবং এঁরা সেসব বক্তব্য নিয়ে টিটকারী-কটুক্তি-পোষ্ট মুছে দেবার মতো নোংরামোও করেছেন। তারপরেও নাকি যথেষ্ট সময় পায়নি চুরি-ডাকাতি করে ব্যবহার করা সফটওয়্যারের বাংলাদেশী ব্যবহারকারীরা!!!! এঁরা আর কবে বুঝবে যে, "যাঁর বুঝ হয়নি পাঁচে তার পঞ্চাশেও কিছু হবে না।"
আশা করি আসন্ন আগামীতে এইরকমের গ্রেফতারের সাথে সাথে চোরাই সফটওয়্যারপূর্ণ হার্ডডিস্কগুলোকে লো-লেভেল ফরম্যাট দেবার মতো প্রযুক্তিগত কার্যক্রম শুরু হলে তখন নিজের তথ্যের/কাজের গুরুত্বটুকু অনুধাবন করতে শিখবে ঐসব সুক্ষ মাথায় মোটা বুদ্ধির মানবেরা আর তথ্যরক্ষা করার গুরুত্ববুঝেই প্রযুক্তির ব্যবহার করতে শিখবে/শিখতে সচেষ্ট হবে।
৮ ১৩-০৯-২০১৫ ২০:৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৩-০৯-২০১৫ ২০:৪৯)
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
আমি ৭ নাম্বার জানায় হাওয়া খাই, ক্ষতি নাই তো!!
১১ ১৩-০৯-২০১৫ ২১:০৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৩-০৯-২০১৫ ২১:৪৮)
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
১৪ ১৪-০৯-২০১৫ ০০:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৪-০৯-২০১৫ ০০:৪৯)
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
Re: উইন্ডোজ ১০ পাইরেসির কারণে বাংলাদেশে গ্রেফতার কার্যক্রম !!
পড়ে ভালো লাগলো।