টপিকঃ অপেক্ষা,,,,,,,,,,,,,,,

প্রতিমুহূর্তটা যেন আজ আমার কাছে
একেকটা মাস একেকটা বছর। জানিনা
কখন এই প্রতিক্ষার অবসান ঘটবে।
সেই দিনটির অপেক্ষায় বসে আছি,
যেখানে থাকবে না অশান্তি নামক
কোন পরিবেশ, থাকবে না কোন
বিরহ বেদনা যন্ত্রণা বিচ্ছেদেরর
অনুপ্রবেশ। থাকবে একে
অপরের প্রতি অগাধ দৃঢ় বিশ্বাস,
থাকবে না কোন সংশয় বা
সন্দেহের আবাস। কারো প্রতি
কারো থাকবে না কোন
অভিযোগ। স্বার্থপরতার কালো হাত
ঘুটিয়ে স্বার্থহীন ভাবে একে
অপরে ভালবেসে যাবে
জীবনভর। আসবে 'তো সেই
দিনটি আমার জীবনে একবার??

Re: অপেক্ষা,,,,,,,,,,,,,,,

কার জন্য, কিসের জন্য এ অপেক্ষা?

Re: অপেক্ষা,,,,,,,,,,,,,,,

অপেক্ষার প্রহর শেষ হোক