Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
শেয়ার করার জন্য ধন্যবাদ তবে একে তো অনেকে চাপতি বলে মনে হয়
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
আমি সব কইরা দিব কিন্তু বেলে দিবে কে?
আমি বেলতে গেলে বাংলাদেশের ম্যাপ, ভুটানের ম্যাপ হইয়া যাবে
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
সিম্পল তো + স্বাদও হবে মনে হচ্ছে। আম্মুকে বলতে হবে।
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
এমন চমৎকার পরটা খেতে পেলে অামিও ডো করে দিতে রাজি হতাম। দেখলেন তো শক্তি প্রয়োগে সব কিছু নরম হয়। অামাদের সকল সরকার এই বিষয়টা সবচেয়ে ভাল জানে।
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
ধন্যবাদ আপি সুন্দর রেসিপির জন্য
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
খুব চমৎকার রেসিপি শেয়ার করেছেন আপু। বাচ্চাদের খুব পছন্দ আর পুষ্টিকরও। ছেলেবুড়ো সবার জন্য বিকালের নাস্তায় এটার কোন জুড়ি নেই কারণ কোন কিছু ছাড়াই বাচ্চারা এটা ছিঁড়ে খেতে পারে, সাথে মগে দুধ দিয়ে দিলে কাম সারা।
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
ক্ষুদার্ত অনুভব করছি :3 কিভাবে কি তৈরি করতে হয় সে বিষয়ে আমার কোন আগ্রহ নেই, তবে কিভাবে গলাধঃকরণ করতে হবে তাতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
মিলি আপু আপনার সাথে কথা নাই। উপকরন দিছেন! পরিমাপ করি!!
ডিব্বা ঢেলে দিব কিনা সেটা তো উল্লেখ্য করলেন না । হইত না। পরিমাপ বলেন!
নাইলে বানাবো কেমনে?
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
রেসেপি দেখে জিভে জল আনার জন্য মিলিপুকে মাইনাস।
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
মরুভূমির জলদস্যু ,জারাহ ও ছবি আপা ,রাসেল১৩ আর ইলিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টস এর জন্য ,আর জল আমি তো আন্দাজ করে দিয়েছি রে
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
দেখি কানি আংগুল টা এই দিকে দেনতো!!
আমি আমার কানি আংগুল দিয়া আপনার কানি আংগুলের সাথে লাগায় কাট্টা কাট্টি কইরা নি!
সবাইরে ধন্যবাদ আর আমি!! আমি নাই!! খেলমু না আর আফনের লগে!
শাস্তি রুপকথার গল্প লিখা দিবেন এইখানে!!
ট্রাই করতে পারব কিন্তু স্বাদ এর গ্যারেন্টি নাই!?
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
১৭ ০৮-০৯-২০১৫ ১২:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (০৮-০৯-২০১৫ ১২:৪১)
Re: ডাল মশলার পরোটা (আম্মার রান্নার ছেঁড়া খাতা থেকে)
ইসস!
মানে ফোরামে ফোরামে এ এ এ
আম্মাকে বললাম আম্মার বলে আন্দাজে কি দিব মিনিমাম ত আন্দাজ লাগবে।
এখন নিজের মত করে বানাইতে হবে।