টপিকঃ প্রসঙ্গ সম্মাননা ও লাইক

প্রজন্ম ফোরামে আমি কোন লেখা পড়ে লাইক করতে গেলে “পছন্দ” বাটনে ক্লিক করলে কার্সর অটোমেটিক্যালী হোম-এ বা অন্যকোথাও গিয়ে স্থির হয়। এমনকি আমি কোন লেখা পছন্দ করে  সম্মাননা ও দিতে পারিনা। যেমন : কিছুক্ষন আগে আমি RubaiyaNasreen(Mily) পোস্টে সম্মননায় ক্লিক করলেও কোন কাজ হলোনা। আবার আমার লেখায় দেখি ৫/৬ “পছন্দ” কিন্তু কারা লেখাটি পছন্দ করলো তা দেখতে পারিনা। এখানেও মাউস ক্লিক করলেও কোন কাজ হয়না। সমস্যা কোথায় বুঝতে পারছিনা।

আল্লাহ আমাকে কবূল করুন

Re: প্রসঙ্গ সম্মাননা ও লাইক

নেট ডিস্টার্বের কারণেও হতে পারে আপি । আমারও এমন হয়

Re: প্রসঙ্গ সম্মাননা ও লাইক

এটা আপনার ব্রাউজার বা নেট স্পীডের কারণে হতে পারে।

Re: প্রসঙ্গ সম্মাননা ও লাইক

কোন ব্রাউজার ব্যাবহার করছেন ?
পছন্দ/অপছন্দ খুব সম্ভবত এ্যাজাক্স দিয়ে কাজ করছে। আপনার কোন কারনে জাভাস্ক্রীপ্ট নিয়ে ঝামেলা হচ্ছে ব্রাউজারে।
অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখতে পারেন।

Re: প্রসঙ্গ সম্মাননা ও লাইক

আমি একবার মজিলাতে এই সমস্যায় পড়েছিলাম, পরে ব্রাউজার রিসেট করাতে সমস্যা ঠিক হয়ে গেছিলো। আপনি প্রথমে সেফ মুডে ব্রাউজার চালু করে সমস্যার সমাধান হয় কিনা সেটা একবার চেক করতে পারেন বা অন্য ব্রাউজার ব্যবহার করতে পারেন।