টপিকঃ primo GF4 এ ডাউনলোড সমস্যা
কাল ওয়াল্টনের primo gf4 টি কিনলাম। রিভিওয়ে যেমন দেখেছিলাম সবকিছু তেমন চলে কিনা দেখছিলাম। ১০৮০পি ভিডিও চলল ল্যাগ ছাড়াই। হাই ডেফিনিশন গেম খেলে দেখার জন্য asphlt 8 ডাউনলোড করব কিন্তু হল না ডাউনলোড। এরর দেখায়। বড় সাইজের কোন গেমই স্টোর থেকে ডাউনলোড হয় না। পরে দেখলাম আসলে বেশির ভাগ বড় ফাইলই ডাউনলোড হয় না। আবার . apk. zip এই ফাইলগুলোও ডাউনলোড হয় না সাইজ কম হলেও। অপেরাতে ডাউনলোড হয় পুরো ফাইল কিন্তু তাও ডাউনলোডেড দেখায় না আর ফাইল ওপেনও হয় না। এর কোন সমাধান আছে কি?