টপিকঃ ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

আস সালামু আলাইকুম।

এই মাত্র আমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রনিকস) ফাইনাল পরীক্ষার রেজাল্ট পেলাম !

3.25 out of 4

রেজাল্ট খুব বেশি ভাল না হলেও আলহামদুলিল্লাহ আমি খুশি। কারন বেশ কয়টি পরীক্ষা আমি অসুস্থ অবস্থায় দিয়েছিলাম।

ফোরামে এই লাইনের অনেক বড় ভাই আপু আছেন। আপনাদের কাছে ভবিষ্যৎ উচ্চশিক্ষার ব্যাপারে পরামর্শ চাইছি। দেশে নাকি বিদেশে কিভাবে এগোলে ভাল ক্যারিয়ার  গড়তে পারবো এই বিষয়ে আপনাদের আন্তরিক মতামত জানাবেন আশা করি।

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

মাশাআল্লাহ  thumbs_up

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

অভিনন্দন রইল smile

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

ধন্যবাদ  hug

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

ডিপ্লোমার পরে কি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছে থাকে......সেক্ষেত্রে সরকারী সুযোগ সম্ভবত ওই একটাই.....গাজিপুরে বিআইটিতে ভতির্ হওয়ার চেষ্টা করা.....তবে সেক্ষত্রে আপ্নি যদি সত্যিই কনফিডেন্ট হন তবেই ট্রাই করতে পারেন, আমার পুরাতন জ্ঞানে যদ্দুর জানি.....ওখানে ভতির্ পরীক্ষায় উত্তীনর্ হওয়ার চেয়ে বুয়েটে ভতর্ি হওয়া সোজা...... sad
তানা হলে সময় নষ্ট না করে, ভালো কোন প্রাইভেটে গ্রাজুয়েশন করে নিতে পারেন।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

সর্বশেষ সম্পাদনা করেছেন সেজান (১৪-০৫-২০১৫ ১৩:৩৪)

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

প্রথমে অভিনন্দন আপনাকে সাথে ইলিয়াস ভাইয়ের মেয়েকেও thumbs_up

কারও ক্যারিয়ার বিষয়ে পরামর্শ দেওয়াটা আসলেই বেশ ঝামেলার কাজ।তবে যতটুকু বলতে পারি দেশে জব লেভেল এ যদি ভাল পর্যায়ে থাকতে চান তাহলে অবশ্য্ই বিএসসি করে ফেলুন।তাই বলে বলছিনা ডিপ্লোমা করে কোন ভাল জব পাওয়া যাবেনা।অবশ্য ডিপ্লোমা ইন্জিনিয়ারদের জন্য দেশের চাকুরির বাজারে বেশ ভাল ভাল জব রয়েছে যা অনেকে গ্র্যাজুয়েশন করে ও সেই সব জবে এপ্লাই করতে পারেন না।স্পেশালী পাওয়ার সেক্টরে তো আরও বেশি।আর ডিপ্লোমা বিএসসিদের আরও একটা সুবিধা তারা একসাথে বিএসসি ইন্জিনিয়ারদের কোটায় এপ্লাই করতে পারে আবার ডিপ্লোমা কোটায় এপ্লাই করতে পারে।কিছু কিছু জবে শুধু ডিপ্লোমাই চাই বিএসসি চাই না।সেইক্ষেত্রে অনেকে বিএসসি করে সেই জবে এ্যাপ্লাই এর সুযোগ পাই না।পাওয়ার সেক্টরে এররকম বহু জব আছে যারা শুধু ডিপ্লোমা চাই এবং স্টাটিং এ বেশ ভাল সেলারি ধরে।তবে আমিও মেহেদী ভাইয়ের মত বলতে চাই খুব যদি কনফিডেন্ট হন তাহলে অবশ্যই ডুয়েটের জন্য সুযোগ নিতে পারেন।কারন একজন ডুয়েট থেকে পাশ করা ইন্জিনিয়ারদের জব মার্কেটে বেশ ভাল ভ্যালু আছে।আবার অনেকেই ডিপ্লোমা করে জবে ঢুকে পড়ে এবং সাথে কোন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইভিনিং বিএসসিতে ভর্তি হয়ে সেখান থেকে বিএসসি কমপ্লিট করে ফেলে।যদিও একসাথে দুইটা চালানো বেশ কষ্টকর তারপরেও আমার মতে এটা একটা ভাল ডিসিশন কারন বর্তমান চাকুরির বাজার বিবেচনা করে।কারন বিএসসি কমপ্লিট করতে করতে তার জব লেভেল অভিজ্ঞতা ও হয়ে যায় এবং বিএসসি কমপ্লিট হয়ে যাবার পর তার জবে পদোন্নতি ঘটেও।আর জব মার্কেটে অভিজ্ঞ লোকের চাহিদা ব্যাপাক।আর দেশের বাহিরে  মনে হয় ডিপ্লোমা করে গ্র্যাজুয়েশন করার জন্য সুযোগ আছে এবং দেশের বাহিরেও মনে হয় ভাল জবের সুযোগ থেকে যায়।কারন ওরা তো সবসময় দক্ষ লোক খুজে।আর অন্যান সেক্টরের লোকজনের চেয়ে এই লেভেল এর লোকজনের বাড়তি একটা দক্ষতা আছে সেটা কারিগরি দক্ষতা।আর এই লেভেল এর লোকজনের দেশে বিদেশে সব জায়গায় চাহিদা আছে।আমরা শুধু আপনাকে এ্যাডভাইস করতে পারি বাট আসল ডিসিশনটা আপনাকেই নিতে হবে।সমগ্রীক অবস্থা বিবেচনা করে আপনার কাছে যেটা ভাল মনে হয় আপনি সেইটাই ঠিক করুন smile

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাই। বিদেশে কোথায় ডিপ্লোমা হোল্ডার দের জন্য বিএসসি করার ব্যবস্থা আছে জানা আছে আপনার ? থাকলে বলবেন প্লিজ।

১০

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

অফ টপিক কিন্তু না করে পারছিনা,ভাই ন্তুন পোস্ট কিভাবে করব বুজতেসিনা,কেও এক্তু বলেন

১১

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: ক্যারিয়ার গঠনে পরামর্শ চাই