Re: বাংলা ইউজারনেম
এরকম কি করা যাবে যে আমি লগিন করার সময় ইউজার নেম টা ইংলিশ এই লিখতে হয়! যেমন লগিন পেইজ এ আমি লিখলাম sumon8488 আর লগিন করার পর শো করবে সুমন সাদি...।। দ্রুত উত্তর চাচ্ছি মডারেটরের...।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
এরকম কি করা যাবে যে আমি লগিন করার সময় ইউজার নেম টা ইংলিশ এই লিখতে হয়! যেমন লগিন পেইজ এ আমি লিখলাম sumon8488 আর লগিন করার পর শো করবে সুমন সাদি...।। দ্রুত উত্তর চাচ্ছি মডারেটরের...।
দ্রুত উত্তর চাচ্ছি মডারেটরের...।
না, সেটা পারবেন না, তবে লগইন করার সময় ইউজার আইডি 8204 লিখে তারপর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।
এডমিনের দ্রিস্টি আক্রোসন করছি। আমার নাম বাংলাই করতে চাই। আমার নাম দিতে চাই মেহেদী হাচান।
এডমিনের দ্রিস্টি আক্রোসন করছি। আমার নাম বাংলাই করতে চাই। আমার নাম দিতে চাই মেহেদী হাচান।
করে দেয়া হলো। এখন থেকে লগিন করতে "মেহেদী হাচান" ব্যবহার করতে হবে। ধন্যবাদ
আমি আবারও আমাদের সদস্যদের উৎসাহ দিচ্ছি বাংলা নামে ইউজারনেম পরিবর্তন করার। আগ্রহ থাকলে এই টপিকে তা জানান।
অবশ্য এডমিন নামটিই বাংলায় নয়। করছিনা সিস্টেমের ঝামেলায় পড়ে যেতে পারি। কারণ, এডমিন একাউন্ট নিয়ে সমস্যা হলে তো কেউ সেটা সমাধান করতে পারবেনা। কিন্তু অন্য কোন একাউন্টের সমস্যা এডমিন সমাধান করতে পারবে।
admin ভাই । আমার নামটা change করতে চাই।।
অভি
pls help..
admin ভাই । আমার নামটা change করতে চাই।।
অভি
pls help..
আপনার নাম "অভি"ই আছে। এখানে চেঞ্জ করার কি আছে সেটাই বুঝলাম না।
অভি লিখেছেন:admin ভাই । আমার নামটা change করতে চাই।।
অভি
pls help..আপনার নাম "অভি"ই আছে। এখানে চেঞ্জ করার কি আছে সেটাই বুঝলাম না।
আহা, ইলিয়াস ভাই, আমি সেটি পরিবর্তন করে দিয়েছি। রেডমিট বেশি খেয়ে মাথা গরম হয়ে গিয়েছে
অভি লিখেছেন:admin ভাই । আমার নামটা change করতে চাই।।
অভি
pls help..আপনার নাম "অভি"ই আছে। এখানে চেঞ্জ করার কি আছে সেটাই বুঝলাম না।
ইলিয়াস ভাই আমার আগের নামটা ovi.ctg ছিল এখন change হয়ে অভি হয়েছে ...।
আমি ছন্দ নাম (পত্রশিখা) ব্যাবহার করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে নিজের নামটা ব্যাবহার করাই ভালো। তাই আমি আমার নাম ব্যাবহার করতে চাচ্ছি। এটা কি সম্বব? করে দিলে ভালো হত।
আমি আমার নাম বাংলাতে করতে চাই. asmatariq থেকে ইউজারনেমটা সাঁঝবাতি করে দিলে খুব উপকৃত হব।
ধন্যবাদ
আমি ছন্দ নাম (পত্রশিখা) ব্যাবহার করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে নিজের নামটা ব্যাবহার করাই ভালো। তাই আমি আমার নাম ব্যাবহার করতে চাচ্ছি। এটা কি সম্বব? করে দিলে ভালো হত।
ইংরেজীতে থাকলে তা বাংলা করা যায়, বাংলাকে বাংলায় সম্ভবত পরিবর্তন করা যায় না
আমি আমার নাম বাংলাতে করতে চাই. asmatariq থেকে ইউজারনেমটা সাঁঝবাতি করে দিলে খুব উপকৃত হব।
ধন্যবাদ
ইতোমধ্যে সাঁঝবাতি নামে অন্য একজন সদস্য নিবন্ধিত আছেন, আপনার প্রদত্ত নামের সাথে এর খুব মিল আছে। ইউজারনেমে অন্তঃত একটি অক্ষর ভিন্ন থাকতে হবে, দয়া করে অন্য কোন ইউজারনেম বাছাই করুন।
ভাই আমি হেল্প চাচ্ছি, আমার নাম মেহেদী হাচান লেখা আছে আমি মেহেদী হাসান দিতে চাই
একটু আর্জেন্ট।
ভাই আমি হেল্প চাচ্ছি, আমার নাম মেহেদী হাচান লেখা আছে আমি মেহেদী হাসান দিতে চাই
একটু আর্জেন্ট।
বাংলা নাম একবারই পরিবর্তন করা যায়। ২য়বার কোনমতেই সম্ভব নয়। ধন্যবাদ
আমার ইউজারনেম 'onlysoBuj' থেকে 'পরিব্রাজক' করে দেবেন প্লিজ??
আমার ইউজারনেম 'onlysoBuj' থেকে 'পরিব্রাজক' করে দেবেন প্লিজ??
সমন্বয়ক নোট ইতোমধ্যে পরিব্রাজক নামে অন্য একজন সদস্য নিবন্ধিত আছেন, আপনার প্রদত্ত নামের সাথে এর খুব মিল আছে। ইউজারনেমে অন্তঃত একটি অক্ষর ভিন্ন থাকতে হবে, দয়া করে অন্য কোন ইউজারনেম বাছাই করুন।
ধন্যবাদ আপনাদের। পরি 'ব্রা' জক শুনতে ভালো লাগছে না! আপাতত এটাই থাকুক!
হ্যাঁ যথাযথ পরিকল্পনা।বাংলা নাম অনেক আকর্ষনীয় হয়।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » বাংলা ইউজারনেম
০.১১৮৭৩১০২১৮৮১১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫০.২৮২৫৮০৬৮৯৭২৭ টি কোয়েরী চলেছে