টপিকঃ ক্রিকেটাঙ্গন সম্প্রসারনে বিসিবি পাচ্ছে আরও দুটি মাঠ

আন্তর্জাতিক, ঘরোয়া আর বয়সভিত্তিক ক্রিকেট মিলে সারাবছরই ব্যস্ততা দেশের ক্রিকেটাঙ্গনে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে নেই পর্যাপ্ত অবকাঠামো সুবিধা। ঢাকার ক্রিকেট-অবকাঠামো বলতে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। সেখানে রয়েছে একাডেমি মাঠ, ইনডোর আর আউটার ফিল্ড। ঢাকার ক্রিকেট-অবকাঠামো বলতে এটুকু। ঢাকার ক্রিকেট অবকাঠামো যে পর্যাপ্ত নয়, সেটি অনুভব করে ঢাকায় অনুশীলন কিংবা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চালানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি মাঠ পাচ্ছে বিসিবি। একটি হলো মহাখালীর টিএন্ডটি মাঠ আর অন্যটি হচ্ছে সংসদ ভবন সংলগ্ন ফাঁকা মাঠের বড় একটা অংশ। যেখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও বয়সভিত্তিক ক্রিকেট আয়োজন করবে বিসিবি। তাছাড়া দেশের ‘হোম অব ক্রিকেট’ এর উপর চাপ কমাতে মানিকগঞ্জের পদ্মার পাড়ে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটপ্রেমী বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপে বিসিবির সদস্য হতে পেরে গর্ববোধ করে আজ আমাদের বাংলার দামাল ছেলেরা।

Re: ক্রিকেটাঙ্গন সম্প্রসারনে বিসিবি পাচ্ছে আরও দুটি মাঠ

Re: ক্রিকেটাঙ্গন সম্প্রসারনে বিসিবি পাচ্ছে আরও দুটি মাঠ

ক্রিকেটের জন্য তো অনেক কিছু করছে সরকার, তারপরও না্ ি এ কেমন কথা?